Ajker Patrika

বিজিবির হাতে ধরা পড়ল ভারতীয় গরু-মহিষের বড় চালান

সিলেট প্রতিনিধি
আটক গরু-মহিষ। ছবি: সংগৃহীত
আটক গরু-মহিষ। ছবি: সংগৃহীত

সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে এ যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় গরু ও মহিষের চালান ধরা পড়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়েছে। এ সময় ভারতীয় ২৩৭টি গরু ও ৪২টি মহিষ আটক করা হয়।

বিজিবি জানায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচোকী এলাকার বিছানাকান্দি বিওপি ও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় গরু আটক করে।

এ ছাড়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির টহল দল সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় ৩২টি এবং অপর একটি দল অভিযান চালিয়ে ১০টিসহ ৪২টি ভারতীয় মহিষ আটক করে। আটক করা অবৈধ গরু ও মহিষের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।

এ বিষয়ে প্রেস ব্রিফিং করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ বলেন, ‘এ পর্যন্ত যত চোরাচালান আটক করা হয়েছে, এর মধ্যে এটিই সবচেয়ে বড় ভারতীয় গরু আটকের অভিযান। এর আগে এ রকম বা এতটি ভারতীয় গরু একসঙ্গে আটক করা হয়নি। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের আগুন, ফ্লাইট ওঠানামা স্থগিত

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

গঙ্গাচড়ায় চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে ৩৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত