জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধানের চারা রোপণের ধুম পড়েছে। ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ফসলের মাঠে রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
হাওর ঘুরে দেখা গেছে, উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওরজুড়ে বোরো আবাদে মাঠে কাজ করছেন কৃষক ও শ্রমিকেরা। কেউ বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন, আবার কেউ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছেন।
কৃষকেরা জানান, নলুয়া হাওরসহ এই উপজেলার ছোট-বড় ১৫টি হাওরে চারা রোপণের কাজ চলছে। হাওরের মাঠগুলো বর্তমানে কৃষকের পদচারণে মুখর হয়ে উঠেছে। খেতে খেতে চলছে চারা রোপণের উৎসব।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, জগন্নাথপুরে এ বছর ২০ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মইয়ার হাওরের কৃষক সুলতান মিয়া বলেন, ‘বোরো চাষাবাদের উপযুক্ত সময় এখন। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের মধ্যেও ভোর থেকে বিকেল পর্যন্ত কাদাপানির মধ্যে খেতে কাজ করতে হয়। কারণ বোরো আমাদের এক ফসলি। এ ফসল থেকে সারা বছরের খাদ্যের জোগানের ব্যবস্থা করতে হয়।’
একই হাওরের নারিকেলতলা গ্রামের বাসিন্দা কৃষক টুনু মিয়া বলেন, ‘পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত বোরো চাষাবাদে আমরা কৃষক পরিবারের লোকজন হাওরে ব্যস্ত থাকি। এ সময় আবাদের জন্য জমির মাঠ প্রস্তুত করা ছাড়াও বীজতলা থেকে চারা তুলে রোপণ করতে হয়। এবার হাওরে প্রয়োজনীয় পানি থাকায় কৃষকদের সুবিধা হচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এ বছর ৯৪৫ হেক্টরে বীজতলা তৈরি করা হয়েছে। এর মধ্যে ২৩০ হেক্টরের চারা উত্তোলন করা হয়েছে। প্রতিদিনই রোপণের কাজ চলছে। হাওরে পানির সংকট নেই। তবে বৃষ্টি হলে বোরোর পাশাপাশি অন্যান্য কৃষি ফসলের খুবই উপকার হবে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধানের চারা রোপণের ধুম পড়েছে। ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ফসলের মাঠে রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
হাওর ঘুরে দেখা গেছে, উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওরজুড়ে বোরো আবাদে মাঠে কাজ করছেন কৃষক ও শ্রমিকেরা। কেউ বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন, আবার কেউ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছেন।
কৃষকেরা জানান, নলুয়া হাওরসহ এই উপজেলার ছোট-বড় ১৫টি হাওরে চারা রোপণের কাজ চলছে। হাওরের মাঠগুলো বর্তমানে কৃষকের পদচারণে মুখর হয়ে উঠেছে। খেতে খেতে চলছে চারা রোপণের উৎসব।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, জগন্নাথপুরে এ বছর ২০ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মইয়ার হাওরের কৃষক সুলতান মিয়া বলেন, ‘বোরো চাষাবাদের উপযুক্ত সময় এখন। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের মধ্যেও ভোর থেকে বিকেল পর্যন্ত কাদাপানির মধ্যে খেতে কাজ করতে হয়। কারণ বোরো আমাদের এক ফসলি। এ ফসল থেকে সারা বছরের খাদ্যের জোগানের ব্যবস্থা করতে হয়।’
একই হাওরের নারিকেলতলা গ্রামের বাসিন্দা কৃষক টুনু মিয়া বলেন, ‘পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত বোরো চাষাবাদে আমরা কৃষক পরিবারের লোকজন হাওরে ব্যস্ত থাকি। এ সময় আবাদের জন্য জমির মাঠ প্রস্তুত করা ছাড়াও বীজতলা থেকে চারা তুলে রোপণ করতে হয়। এবার হাওরে প্রয়োজনীয় পানি থাকায় কৃষকদের সুবিধা হচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এ বছর ৯৪৫ হেক্টরে বীজতলা তৈরি করা হয়েছে। এর মধ্যে ২৩০ হেক্টরের চারা উত্তোলন করা হয়েছে। প্রতিদিনই রোপণের কাজ চলছে। হাওরে পানির সংকট নেই। তবে বৃষ্টি হলে বোরোর পাশাপাশি অন্যান্য কৃষি ফসলের খুবই উপকার হবে।
আজ রোববার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের দাবি জানান।
১৫ মিনিট আগেদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে নড়বড়ে করার উদ্দেশ্যে সাজানো চক্রান্ত।
১৯ মিনিট আগেশিল্পপতি এ কে আজাদের গণসংযোগ চলাকালে শোডাউন করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় এ কে আজাদের দুটি গাড়ি ভাঙচুরসহ তাঁর ওপর হামলা করার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২০ মিনিট আগেআজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিন ইসলাম উপজেলার দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার শাহজাদপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
২৩ মিনিট আগে