Ajker Patrika

জামালগঞ্জে ইউএনও অফিস ঘেরাও করেছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতা-কর্মীরা 

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৬: ২৫
জামালগঞ্জে ইউএনও অফিস ঘেরাও করেছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতা-কর্মীরা 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে জামালগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটি। আজ রোববার বেলা ১১টায় জামালগঞ্জের খেয়াঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গণে ঘেরাও কর্মসূচি পালন করেন উপজেলার কৃষক, জনতাসহ সংগঠনের নেতারা। পরে ঘণ্টাখানেক পর তাঁরা কর্মসূচি শেষ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নীতিমালা উপেক্ষা করে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্প গ্রহণ, অক্ষত-অল্প ক্ষতিগ্রস্ত প্রকল্পে বিপুল টাকা বরাদ্দ দিয়ে সরকারের অর্থ নষ্ট এবং নির্ধারিত সময়েও ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করতে না পারার কারণেই ইউএনও অফিস ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। পর্যায়ক্রমে জেলার ১২টি উপজেলার প্রতিটি ইউএনও অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে। 

এ সময় বক্তারা আরও বলেন, বর্ধিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি ও অব্যবস্থাপনাই দায়ী। পাহাড়ি ঢল ও অকাল বন্যার আগে বাঁধের কাজ শেষ না হওয়ায় জেলার কৃষকের বোরো ফসল ঝুঁকিতে রয়েছে। দুর্বল বাঁধের কারণে ২০২২ সালের মতো ফের ফসল ডুবির ঘটনা ঘটলে কৃষকদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি পালন করা হবে। 

কেন্দ্রীয় হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, ‘যদি দ্রুত এই ফসল রক্ষা বাঁধের নিরাপত্তায় কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সামনে আরও বড় ধরনের পদক্ষেপসহ ডিসি অফিস ঘেরাও করা হবে।’ 

বক্তব্য শেষে আন্দোলনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবের অফিসে দেখা করতে গেলে ইউএনও জেলা মিটিংয়ে থাকায় তাঁর সঙ্গে দেখা করতে পারেননি বিক্ষোভকারীরা। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদের কার্যালয়ে দেখা করে নির্ধারিত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। 

এ ব্যাপারে জামালগঞ্জ ফসল রক্ষা বাঁধ প্রকল্প (পিআইসি) মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব আজকের পত্রিকাকে বলেন, ‘জামালগঞ্জের হাওরের ছোট–বড় মোট ৬১টি প্রকল্পের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। এ ছাড়া হাওরের বিপজ্জনক সব জায়গায় ভালো কাজ হয়েছে। হাওরের সব ফসল ঘরে না ওঠা পর্যন্ত পিআইসি সদস্যদের বাঁধে অবস্থান করে নতুন মাটিতে ঘাস লাগানো ও সবুজ করার জন্য পানি দেওয়া এবং বৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত অংশ সঙ্গে সঙ্গে পুনরায় মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

ইউএনও আরও বলেন, ‘এ ছাড়া উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে প্রতিটি বাঁধ সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। যদি কোনো প্রকল্পে কাজের কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

বিক্ষোভ সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য দেন হাওর বাঁচাও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাবেক সদস্যসচিব রাজু আহমেদ, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হাওর বাঁচাও আন্দোলন নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সিরাজদিখানে ১৪৩ দিনে কোরআন মুখস্থ করল ৯ বছরের শিশু আরফান

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মোহাম্মদ আরফান হোসাইন। ছবি: সংগৃহীত
মোহাম্মদ আরফান হোসাইন। ছবি: সংগৃহীত

অভূতপূর্ব এক দৃষ্টান্ত স্থাপন করেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামের ৯ বছর বয়সী মোহাম্মদ আরফান হোসাইন। মাত্র ১৪৩ দিনে পুরো পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে সে। আরফানের এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।

আরফান বর্তমানে ইসলামপুর কামিল কওমি মাদ্রাসার ছাত্র। এর আগে সে কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসায় অধ্যয়ন করেছে। অল্প বয়সে এমন সাফল্য অর্জন করে স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরফান কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বিশিষ্ট আলেম ও শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মাসরুরের (লাভু হুজুর) ছেলে। লাভু হুজুর বর্তমানে কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার উপাধ্যক্ষ এবং কুচিয়ামোড়া মিত্রপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিন ভাইবোনের মধ্যে আরফান সবার ছোট। মাত্র ১৪৩ দিনে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে সে তার পরিবারসহ পুরো এলাকাকে গর্বিত করেছে।

ইসলামপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফখরুদ্দীন রাজি বলেন, ‘আরফান আমাদের মাদ্রাসার গর্ব। ১৪৩ দিনে কোরআন মুখস্থ করা আমাদের মাদ্রাসার ইতিহাসে এই প্রথম। এটি এক বিরল দৃষ্টান্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জাবিতে ঘাস কাটার মেশিন ভেঙে যুবকের মাথায় ঢুকল ব্লেড

জাবি প্রতিনিধি 
হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহত যুবককে। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহত যুবককে। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘাস কাটার যন্ত্র (মেশিন) ভেঙে ব্লেড ছিটকে মাথায় ঢুকে সুমন মিয়া (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং জাবি স্পোর্টস ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বরাদ্দ স্টলে কাঁকড়া ফ্রাই বিক্রি করতেন।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার পরপরই তাঁকে প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, ২৩ অক্টোবর থেকে জাবি স্পোর্টস ক্লাবের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। শনিবার ছিল খেলার শেষ দিন। টুর্নামেন্টে ক্লাবের সভাপতি আরশাদ হাবিব বিশালের ঢাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক বন্ধু একটি স্টল বরাদ্দ নেন, যেখানে সুমন মিয়া ও জাবির এক হোটেল কর্মচারী কাজ করতেন।

এদিকে বিশালের অনুরোধে অনানুষ্ঠানিকভাবে মাঠ প্রস্তুতের কাজ করতেন শারীরিক শিক্ষা অফিসের কর্মচারী আবুল হোসেন। গতকাল শেষ দিন উপলক্ষে ক্যাম্পাসে এসে মাঠ প্রস্তুতের কাজ শেষে হাতে সময় থাকায় মেশিন দিয়ে ঘাস কাটা শুরু করেন তিনি। ঘাস কাটার সময় মেশিনের ব্লেড মাটিতে থাকা একটি ইটে লেগে ভেঙে যায়। ব্লেডের সেই অংশ ছিটকে গিয়ে পাশের স্টলে দাঁড়িয়ে থাকা সুমন মিয়ার মাথায় ঢোকে।

সুমন মিয়ার পাশের স্টলে পিঠার দোকান ছিল নাদিয়া মীম নামের সিটি ইউনিভার্সিটির সাবেক এক শিক্ষার্থীর। নাদিয়া বলেন, সুমন স্টলে দাঁড়ানো অবস্থায় ব্লেড ছিটকে এসে লাগার সঙ্গে সঙ্গে ঢলে পড়ে যান। প্রথমে ভয়ে কেউ তাকে উঠায়নি। পরে বিশাল এসে হাসপাতালে নেওয়ার জন্য মোটরসাইকেলে উঠিয়ে দেন।

কর্মচারী আবুল হোসেন বলেন, ‘হাতে একটু সময় থাকায় ঘাস কাটছিলাম। মেশিনে ইট লেগে এত বড় দুর্ঘটনা ঘটবে, এটা ভাবতে পারছি না।’

শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নাসরিন বেগম বলেন, ‘আজ ছুটির দিন থাকায় আমি অফিসে ছিলাম না। আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরাও ছুটিতে ছিল। তবে জাবি স্পোর্টস ক্লাবের নাইট ফুটবল টুর্নামেন্ট চলমান থাকায় তিনি সেখানে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত আহত ব্যক্তিকে এনাম মেডিকেল কলেজে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। রাত ১টার দিকে তার অপারেশন শুরু হয়।’

শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সুমনের মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত নন। ৭২ ঘণ্টা অবজারভেশনে থাকবেন তিনি। নিবিড় পরিচর্যার পরামর্শ থাকলেও এখন পর্যন্ত তার ব্যবস্থা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মিয়ানমার থেকে ছোড়া গুলি টেকনাফের বসতবাড়ি ও দোকানে, নারী আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
মিয়ানমার থেকে ছোড়া গুলি ও ছিদ্র হয়ে যাওয়া টেকনাফের একটি ঘরের বেড়া। ছবি: আজকের পত্রিকা
মিয়ানমার থেকে ছোড়া গুলি ও ছিদ্র হয়ে যাওয়া টেকনাফের একটি ঘরের বেড়া। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘর্ষের জেরে ছোড়া গুলি বাংলাদেশের সীমান্ত এলাকায় এসে পড়েছে। এই ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ সীমান্তসংলগ্ন এলাকায় এক নারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ ছাড়া গুলিতে একটি বসতবাড়ি ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। আহত নারীর নাম ছেনুয়ারা (২৭)। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ভয়াবহ গোলাগুলির শব্দ শোনা যায়। কিছু সময় পর ওপার থেকে ছোড়া দুটি গুলি বাংলাদেশ সীমান্তের তেচ্ছি ব্রিজ এলাকার একটি বসতবাড়ি ও কম্পিউটারের দোকানে এসে লাগে। এতে ঘরের টিন ও দেয়াল ছিদ্র হয়ে যায়।

ঘটনার পর সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় অনেক পরিবার শিশু ও বৃদ্ধদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, ‘মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলি এপারে এসে পড়ায় একজন নারী আহত হয়েছেন। সীমান্তের মানুষ এখন চরম আতঙ্কে রয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

নুর আহমেদ আনোয়ারী আরও বলেন, যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সীমান্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ব‌রিশাল-৫ (সদর ও নগর): গুরু-শিষ্যদের লড়াই থামাতে মুখ বন্ধ রাখার নির্দেশ কেন্দ্রের

খান র‌ফিক, ব‌রিশাল
মজিবর রহমান সরোয়ার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আফরোজা খানম নাসরিন, মনিরুজ্জামান খান ফারুক ও আবুল কালাম শাহিন ।
মজিবর রহমান সরোয়ার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আফরোজা খানম নাসরিন, মনিরুজ্জামান খান ফারুক ও আবুল কালাম শাহিন ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে বরিশাল বিভা‌গের আসনগুলোর অন্যতম ব‌রিশাল-৫ (সদর ও নগর)। এই আসনে বিএনপির ম‌নোনয়ন নি‌য়ে চলছে গুরু-শিষ্যের মনস্তা‌ত্ত্বিক লড়াই। অন্যবারের মতো এবারও এখানে আলোচনায় রয়েছেন একা‌ধিকবা‌রের সংসদ সদস্য (এম‌পি) ও বিএন‌পি চেয়ারপারসনের উপ‌দেষ্টা ম‌জিবর রহমান স‌রোয়া‌র। তবে দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে তাঁর পথ বন্ধুর করে তুলেছেন তাঁরই ক‌য়েকজন শিষ‌্য। এ নি‌য়ে অস্ব‌স্তি‌তে প‌ড়ে‌ছেন স‌রোয়ার।

তার ওপর সদর উপ‌জেলা ক‌মি‌টি ভেঙে দেওয়া এবং নগর বিএন‌পি নি‌য়ে স‌রোয়ার অনুসারী‌দের মন্তব্যে ক্ষুব্ধ নেতারা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে গত বৃহস্প‌তিবার স‌রোয়ারসহ চার নেতা‌কে ডে‌কে মুখ বন্ধ রাখার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন দলের স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ডা. এ জেড এম জাহিদ হো‌সেন।

সরোয়ারের সঙ্গে এবার দলের মনোনয়নপ্রাপ্তির দৌড়ে রয়েছেন জেলা দ‌ক্ষিণ বিএন‌পির সদস‌্যস‌চিব আবুল কালাম শা‌হিন, নগর বিএন‌পির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফ‌রোজা খানম নাস‌রিন এবং নগর বিএন‌পির সদস‌্যস‌চিব জিয়া উদ্দিন সিকদার। এই তিনজনই একসময় মজিবর রহমান সরোয়ারের অনুসারী ছিলেন। অবশ্য জিয়া উদ্দিন জাতীয় নির্বাচ‌নে এখন পর্যন্ত ম‌নোনয়ন চাননি। তবে তিনি তাঁর পরিবারের কাউকে ম‌নোনয়ন দেওয়ার জন্য জোর দা‌বি জানিয়েছেন।

এই তিনজন ছাড়াও এবারের নির্বাচনে সদর আসন থেকে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন নগর বিএন‌পির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকও। তাঁকেও বিএন‌পি‌তে যুক্ত ক‌রে‌ছিলেন সরোয়ার। এখান থেকে মনোনয়ন চান বিএন‌পির কেন্দ্রীয় নির্বাহী সদস‌্য আবু না‌সের মোহাম্মদ রহমাতুল্লাহও।

এদিকে সম্প্রতি ব‌রিশাল সদর উপ‌জেলা বিএনপির ক‌মি‌টি ভেঙে আহ্বায়ক ক‌মি‌টি গঠন এবং নগর বিএন‌পি নি‌য়ে স‌রোয়ার অনুসারী‌দের মন্তব্যে ক্ষুব্ধ অনেকে।

সম্প্রতি নগর বিএন‌পির ১ নম্বর যুগ্ম আহবায়ক আফ‌রোজা খানম নাস‌রিন এক কর্মিসভায় ম‌জিবর রহমান স‌রোয়ার‌কে ইঙ্গিত ক‌রে ব‌লেন, ‘মহানগর বিএন‌পির দি‌কে চোখ তু‌লে তাকা‌লে আমরা রাজপ‌থে জবাব দেব। আপ‌নি উড়ে এসে জু‌ড়ে ব‌সে আমাদের ক‌মি‌টি ভাঙার পাঁয়তারা কর‌ছেন।’

এ বিষয়ে আফ‌রোজা খানম নাস‌রিন ব‌লেন, বৃহস্প‌তিবার কে‌ন্দ্র থেকে ডে‌কে তাঁদের ঐক‌্যবদ্ধ থাক‌তে বলা হয়েছে। কা‌রও বিরু‌দ্ধে কেউ যা‌তে কথা না ব‌লে, সে বিষ‌য়েও নি‌র্দেশনা দেওয়া হয়েছে। তিনি ব‌লেন, ‘আমি জান‌তে চে‌য়েছি, স‌রোয়ার ভাইকে ম‌নোনয়ন দেওয়া হ‌য়ে‌ছে কি না। ডা. জা‌হিদ বলে‌ছেন, না। তাহ‌লে স‌রোয়া‌রের লোকজন কেন সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে মহানগর বিএনপি ভাঙার কথা বল‌ছেন? কেনই-বা নির্বাচ‌নের সময় প্রশ্ন‌বিদ্ধ সদর উপ‌জেলা আহ্বায়ক ক‌মি‌টি করা হ‌লো?’

নগর বিএন‌পির সদস‌্যস‌চিব জিয়া উদ্দিন সিকদার ব‌লেন, ‘কেন্দ্র থে‌কে নি‌জে‌দের ম‌ধ্যে ঐক‌্য বিনষ্ট না করার তা‌গিদ দেওয়া হ‌য়ে‌ছে। আমরা ব‌লে‌ছি, যারা আন্দোলন-সংগ্রা‌মে ঘ‌রে ব‌সে ছিলেন, দল তাঁ‌দের স্থান দেয়‌নি। এখন মহানগর বিএন‌পি নি‌য়ে ষড়যন্ত্র চল‌বে না।’

এদিকে সদ‌্য গঠিত সদর উপ‌জেলা আহ্বায়ক ক‌মি‌টি প্রসঙ্গে উপ‌জেলা বিএন‌পির সা‌বেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু বলেন, ‘সদ‌রের আহ্বায়ক নুরুল আমিন জামায়াত নেতা ছি‌লেন। তিনি এখনো জামায়া‌তের বি‌ভিন্ন মাদ্রাসা, ব‌্যবসাপ্রতিষ্ঠানের প‌রিচালক। ব‌রিশাল বিএন‌পি‌কে চূর্ণবিচূর্ণ করতেই জামায়াত নুরুল আমিন‌কে বিএনপি‌তে ঢু‌কি‌য়ে দি‌য়ে‌ছে। আরেক যুগ্ম আহ্বায়ক সালাম রাঢ়ী একসময় আওয়ামী লী‌গে সক্রিয় ছিলেন। সরোয়ার ভাই এ কমিটি করিয়ে এনেছেন।’

নাম প্রকাশ না করার শ‌র্তে নগর বিএন‌পির একা‌ধিক সদস‌্য আজকের পত্রিকাকে ব‌লেন, যুবদল নেতা চুন্নু মৃধা সদর উপ‌জেলার মতো মহানগর বিএন‌পি ভাঙার কথা সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে লি‌খে‌ছেন। স‌রোয়া‌রের লোক চুন্নু। ম‌নোনয়ন পাওয়ার আগেই স‌রোয়া‌রের অনেক অনুসারী মারামা‌রি, দখলবাজি‌তে জড়ি‌য়ে প‌ড়ে‌ছেন। তি‌নি মিছিল-সমা‌বে‌শে দলীয় নেতা‌দের পা‌শে ডা‌কেন না; বরং আওয়ামী লী‌গের স‌ঙ্গে আঁতাত করা অনেককে সরোয়া‌রের পথসভা, গণসং‌যো‌গে দেখা যা‌চ্ছে।

এ প্রস‌ঙ্গে বিএন‌পির চেয়ারপারসনের উপ‌দেষ্টা ম‌জিবর রহমান স‌রোয়ার আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন, কেন্দ্র থে‌কে ম‌নোনয়নপ্রত‌্যাশী‌দের ডে‌কে‌ছিল। তাঁরা আগামী নির্বাচ‌নে একস‌ঙ্গে কাজ করার তা‌গিদ দি‌য়ে‌ছেন। তা ছাড়া নির্বাচনী মৌসু‌মে দ‌লের সিদ্ধা‌ন্তের বাইরে কেউ যেন কোনো মন্তব‌্য না ক‌রে, সে বিষ‌য়েও সং‌যত হ‌তে বলা হয়েছে। একজন আরেকজ‌নের বিরু‌দ্ধে বক্তব‌্য দি‌চ্ছে, একা‌ধিক মি‌ছিল হ‌চ্ছে। এটা বন্ধ করার জন‌্য বলা হ‌য়ে‌ছে। তি‌নি দাবি ক‌রেন, সদর উপ‌জেলা ক‌মি‌টি করার জন‌্য তাঁর কা‌ছে কেন্দ্র থে‌কে নাম চে‌য়ে‌ছিল, তি‌নি প্রস্তাব ক‌রে‌ছেন মাত্র। সভায় মহানগরের বিষয়েও কথা হ‌য়ে‌ছে। নগর ক‌মি‌টি না ভাঙ‌লেও যাঁরা বাইরে আছেন, তাঁদের নি‌য়ে ইউনিটি গড়া যেতে পা‌রে।

এ ব‌্যাপা‌রে বিএন‌পির কেন্দ্রীয় সহসাংগঠ‌নিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আজ‌কের পত্রিকা‌কে ব‌লেন, সভায় ম‌নোনয়নপ্রত‌্যাশী‌দের বলা হ‌য়ে‌ছে, কা‌রও বিরু‌দ্ধে কটাক্ষ ক‌রে কথা বলা যা‌বে না। অভ‌্যন্তরীণ কলহ রাখা যা‌বে না। সদর উপ‌জেলা নি‌য়ে সমা‌লোচনা কতটা যৌ‌ক্তিক, তা দেখতে হ‌বে। ত‌বে নির্বাচ‌নের আগে মহানগর বিএন‌পি‌তে হাত দেওয়া হ‌বে না ব‌লে সাফ জা‌নি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। আকন কুদ্দুস ব‌লেন, আগামীকাল সোমবার ব‌রিশাল বিভা‌গের ম‌নোনয়নপ্রত‌্যাশী ৬০-৭০ জন‌কে নি‌য়ে ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান ভার্চুয়ালি সভা কর‌বেন। ওই সভায় তি‌নি নেতা‌দের নির্বাচনী গাইডলাইন দে‌বেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত