Ajker Patrika

চাঁদাবাজির অভিযোগে ট্যাংকলরি শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৬: ০০
অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা
অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

শাহজাদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধ করেছেন উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা। আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। চার কিলোমিটার সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

এদিকে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির নেতারা জানিয়েছেন, বাঘাবাড়ী পোর্ট এরিয়ায় নৌকাবাইচের আয়োজন করছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। এই ভরা মৌসুমে পোর্ট এরিয়ায় নৌকাবাইচের ফলে পোর্টের ইজারাদারের অন্তত ৩০ লাখ টাকা ক্ষতি হবে। সে জন্য শনিবার ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনার জন্য সেখানে গেলে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সেই সূত্র ধরেই তারা উদ্ভট অভিযোগ তুলে আন্দোলন করছে।

বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গ্যাদা জানান, শনিবার রাতে বাঘাবাড়ীতে অবস্থিত উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা চালিয়ে চাঁদা দাবি করেন শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বিএনপি নেতারা। এ ঘটনায় জড়িতদের দল থেকে বহিষ্কার না করা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান আনিস বলেন, বিএনপির নেতারা চাঁদাবাজি করে না, বরং চাঁদাবাজি করে শ্রমিক ইউনিয়নের নেতারা। তাঁরা অসময়ে নৌকাবাইচ দিয়ে পোর্টের ক্ষতিসাধন করার চেষ্টা করছেন। এখন আবার আওয়ামী লীগের নেতাদের টাকা নিয়ে আন্দোলনের নামে বিএনপিকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে আন্দোলন করেছেন ট্যাংকলরির শ্রমিকেরা। তবে শ্রমিক নেতাদের বুঝিয়ে বলায় তাঁরা অবরোধ তুলে নিয়েছেন। যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

নুরাল পাগলার দাফনকে কেন্দ্র করে যেভাবে সহিংসতা ঘটল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত