কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে এক ব্যবসায়ীর বাড়িতে পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন স্থানীয় ব্যবসায়ী ফিরোজ আলী (৩৫), তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০) এবং মেয়ে রাকা খাতুন (১৪)।
আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা তাদের সবাইকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তিনজনকে অচেতন করে মূল্যবান মালামাল লুট করে। ঘরের ভেতরের আসবাব ও জিনিসপত্র তছনছ করা হয়েছে। তবে কেউ পুরোপুরি সুস্থ না হওয়ায় এখনও লুট হওয়া সম্পদের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে গেছে।
ভুক্তভোগী ফিরোজ আলীর ভাই জাহিদুল ইসলাম বলেন, সকালে সবাইকে অচেতন অবস্থায় স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো জ্ঞান ফেরেনি।
এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা এখনো অচেতন থাকায় কী কী মালামাল চুরি হয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে আমরা জানালার গ্রিল কাটা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জের কামারখন্দে এক ব্যবসায়ীর বাড়িতে পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন স্থানীয় ব্যবসায়ী ফিরোজ আলী (৩৫), তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০) এবং মেয়ে রাকা খাতুন (১৪)।
আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা তাদের সবাইকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তিনজনকে অচেতন করে মূল্যবান মালামাল লুট করে। ঘরের ভেতরের আসবাব ও জিনিসপত্র তছনছ করা হয়েছে। তবে কেউ পুরোপুরি সুস্থ না হওয়ায় এখনও লুট হওয়া সম্পদের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে গেছে।
ভুক্তভোগী ফিরোজ আলীর ভাই জাহিদুল ইসলাম বলেন, সকালে সবাইকে অচেতন অবস্থায় স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো জ্ঞান ফেরেনি।
এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা এখনো অচেতন থাকায় কী কী মালামাল চুরি হয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে আমরা জানালার গ্রিল কাটা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামের এক চা-দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার (৭০) উপজেলার মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামের বাসিন্দা
১২ মিনিট আগেএনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চায়—হয় সরকারি দল হিসেবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে। তবে জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হওয়ার জন্য এনসিপি রাজনীতি করছে না।
১৫ মিনিট আগেএবার আরও বড় পরিসরে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে আগামী ৩১ অক্টোবর রাজশাহী কালেক্টরেট মাঠে শুরু হবে ৯ দিনব্যাপী এ বইমেলা। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে আজ সোমবার (২০ অক্টোবর) বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে...
১ ঘণ্টা আগেজনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে