সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে এক নৃত্যশিল্পীকে (২০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পরপরই রফিকুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট হাইস্কুল মাঠে।
মামলা সূত্রে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এক নৃত্যশিল্পী বিভিন্ন এলাকায় গান ও ডিজে পার্টিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করেন। সেই সূত্রে পূর্বপরিচিত রানীরহাট বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মো. কফিল উদ্দিন মেলার অনুষ্ঠানের জন্য ডাকেন। সে সুবাদে রানীরহাট বাজারে আসেন ওই তরুণী।
এরপর বায়নার কথা বলে রাতে রানীরহাট উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ চার-পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করেন।
এ ঘটনায় আজ দুপুরে ওই নৃত্যশিল্পী তাড়াশ থানায় বাদী হয়ে উল্লিখিত তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলার পরপরই এজাহারভুক্ত আসামি রফিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে।
পরে আজ শনিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের তাড়াশ থানার জিআরও শিউলি খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে রফিকুল ইসলাম বলেন, ‘সে যৌনকর্মী। আমার সঙ্গে থাকা দুজন টাকা না দিয়ে পালিয়ে যাওয়ায় এ ঘটনা ঘটে।’
মামলার বাদী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ওপর পাশবিক নির্যাতন হয়েছে। আমি এর যথাযথ বিচার চাই।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ভুক্তভোগী নিজেকে একজন সংস্কৃতিকর্মী দাবি করেছেন। তিনি মেলা ও সার্কাসে নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন। পূর্বপরিচিত হওয়ায় তাড়াশ উপজেলার রানীরহাট বাজারের ডেকোরেটর ব্যবসায়ী কফিল উদ্দিন তাঁকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। শারীরিক পরীক্ষার জন্য তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে এক নৃত্যশিল্পীকে (২০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পরপরই রফিকুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট হাইস্কুল মাঠে।
মামলা সূত্রে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এক নৃত্যশিল্পী বিভিন্ন এলাকায় গান ও ডিজে পার্টিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করেন। সেই সূত্রে পূর্বপরিচিত রানীরহাট বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মো. কফিল উদ্দিন মেলার অনুষ্ঠানের জন্য ডাকেন। সে সুবাদে রানীরহাট বাজারে আসেন ওই তরুণী।
এরপর বায়নার কথা বলে রাতে রানীরহাট উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ চার-পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করেন।
এ ঘটনায় আজ দুপুরে ওই নৃত্যশিল্পী তাড়াশ থানায় বাদী হয়ে উল্লিখিত তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলার পরপরই এজাহারভুক্ত আসামি রফিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে।
পরে আজ শনিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের তাড়াশ থানার জিআরও শিউলি খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে রফিকুল ইসলাম বলেন, ‘সে যৌনকর্মী। আমার সঙ্গে থাকা দুজন টাকা না দিয়ে পালিয়ে যাওয়ায় এ ঘটনা ঘটে।’
মামলার বাদী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ওপর পাশবিক নির্যাতন হয়েছে। আমি এর যথাযথ বিচার চাই।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ভুক্তভোগী নিজেকে একজন সংস্কৃতিকর্মী দাবি করেছেন। তিনি মেলা ও সার্কাসে নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন। পূর্বপরিচিত হওয়ায় তাড়াশ উপজেলার রানীরহাট বাজারের ডেকোরেটর ব্যবসায়ী কফিল উদ্দিন তাঁকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। শারীরিক পরীক্ষার জন্য তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে এ বছর গড় পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৯৫ জন। গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। এ ছাড়া শূন্য পাসের কলেজের সংখ্যা বেড়েছে। আজ সকালে বোর্ডের সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক...
১২ মিনিট আগে২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালানো হয়েছিল, দীর্ঘ সাত বছর পর তিনি আজ সেই ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়ি দানারহাট এলাকায় মতবিনিময় সভায় অংশ নিতে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর দলের মহাসচিবের আগমনে স্থানীয় নেতা-কর্মী...
১৭ মিনিট আগেট্রাফিক সূত্রে জানা যায়, রাজধানীর দিকে যাওয়ার সময় রাইদা পরিবহনের একটি বাস (নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৯৪০৭) দ্রুতগতিতে অন্যান্য যানবাহনকে পেছনে ফেলে বাঁ পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করে।
২৬ মিনিট আগেকুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছেন পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা...
১ ঘণ্টা আগে