চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অসময়ে যমুনা নদীর ভাঙনে দিশেহারা নদীপারের মানুষ। আকস্মিকভাবে নদীভাঙন শুরু হয়েছে প্রায় ১০ দিন হলো। চৈত্র মাসে শান্ত-স্নিগ্ধ যমুনা নদী হঠাৎ যেন যৌবন ফিরে পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে। গত দুই সপ্তাহের ভাঙনে চৌহালীর দক্ষিণাঞ্চলে শতাধিক বিঘা ফসলি জমি ও ৩০টি বসতবাড়ি এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে।
বিনানই গ্রামের পাঁচটি ও চরসলিমাবাদ গ্রামের ২৫টি বসতবাড়ি যমুনায় গ্রাস করেছে মাত্র কয়েক দিনে। ভাঙন-আতঙ্কে পবিত্র রমজান ও ঈদকে ঘিরে বাঘুটিয়া ইউনিয়নবাসী। ঘর ও মালামাল হেফাজত করতে গিয়ে কর্মহীন হয়ে পরেছেন ভাঙন কবলিত এলাকার মানুষ।
ভাঙন হুমকিতে পড়েছে মিটুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিটুয়ানী হাইস্কুল, চরবিনানই সপ্রাবি, সম্ভুদিয়া সপ্রাবি, সম্ভুদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়, সম্ভুদিয়া আজিজিয়া আলিম মাদ্রাসা, মঞ্জুর কাদের কলেজ সম্ভুদিয়া, বাঘুটিয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, চর সলিমাবাদ সপ্রাবি, চরসলিমাবাদ দাখিল মাদ্রাসা, চর সলিমাবাদ বাজার, ভূতের মোড় নৌঘাট, কবরস্থান, পয়লা দাখিল মাদ্রাসা, পয়লা বহুমুখী উচ্চবিদ্যালয়, চৌবাড়িয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, পয়লা সপ্রাবি, কাঁচাপাকা বিভিন্ন স্থাপনাসহ আবাদি জমি।
সরেজমিনে দেখা গেছে, জমিতে লকলকে বেড়ে ওঠা বাড়ন্ত ধানসহ অন্যান্য খেতের অপ্রাপ্ত গাছগুলো কাটছেন চাষিরা।
এ নিয়ে কথা হয় ঘুশুরিয়া গ্রামের কৃষক ফজলুল হক ও ছামাদ সিকদারের সঙ্গে। তাঁরা জানান, প্রায় চার বছর আগে এসে আশ্রয় নিয়েছিলেন বিনানই ও চর সলিমাবাদ গ্রামে। এ নিয়ে পাঁচবার নদীভাঙনের কবলে পড়েছেন তাঁরা। একসময় পৈতৃক বসতবাড়ি আর কিছু জমি থাকলেও এখন তাঁরা ভূমিহীন উদ্বাস্তু। তাঁদের ভাগ্যকে যেন গ্রাস করেছে রাক্ষসী যমুনায়।
বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের বাসিন্দা জব্বার আলী জানান, এ মৌসুমে যমুনা নদীর এমন তাণ্ডবলীলা এলাকাবাসী দেখেনি আগে। চৈত্র-বৈশাখ মাসে যমুনা নদী মরুভূমি হয়ে থাকত, কিন্তু এ বছর ব্যাপক পানি বৃদ্ধি হয়েছে, ফলে শুরু হয়েছে তীব্র নদীভাঙন।
জব্বার আলী আরও বলেন, ‘দুর্গত মানুষের আহাজারি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং সরকারি দপ্তরে পৌঁছাচ্ছে না। আর কত বাড়ি, প্রতিষ্ঠান, ফসলি জমি বিলীন হলে বেড়িবাঁধ ও স্রোতের মুখে ডাম্পিং করা হবে?’
সম্ভুদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাঘুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী বলেন, কয়েক বছর ধরে এলাকাবাসী নদীভাঙন রোধ প্রকল্পের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তবু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এভাবে চলতে শুরু আগামী কয়েক বছরেই চৌহালীর দক্ষিণাঞ্চল সম্পূর্ণ বিলীন হয়ে যাবে।
এ ব্যাপারে জানতে চাইলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (চৌহালী-বেলকুচি) দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী মো. মিলটন হোসেন বলেন, জরুরি জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের জন্য আবেদন দেওয়া হয়েছে এবং প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা আছে, যা আগামী ২০ তারিখে মন্ত্রণালয়ের মিটিংয়ে প্রকল্পটি উঠবে।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অসময়ে যমুনা নদীর ভাঙনে দিশেহারা নদীপারের মানুষ। আকস্মিকভাবে নদীভাঙন শুরু হয়েছে প্রায় ১০ দিন হলো। চৈত্র মাসে শান্ত-স্নিগ্ধ যমুনা নদী হঠাৎ যেন যৌবন ফিরে পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে। গত দুই সপ্তাহের ভাঙনে চৌহালীর দক্ষিণাঞ্চলে শতাধিক বিঘা ফসলি জমি ও ৩০টি বসতবাড়ি এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে।
বিনানই গ্রামের পাঁচটি ও চরসলিমাবাদ গ্রামের ২৫টি বসতবাড়ি যমুনায় গ্রাস করেছে মাত্র কয়েক দিনে। ভাঙন-আতঙ্কে পবিত্র রমজান ও ঈদকে ঘিরে বাঘুটিয়া ইউনিয়নবাসী। ঘর ও মালামাল হেফাজত করতে গিয়ে কর্মহীন হয়ে পরেছেন ভাঙন কবলিত এলাকার মানুষ।
ভাঙন হুমকিতে পড়েছে মিটুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিটুয়ানী হাইস্কুল, চরবিনানই সপ্রাবি, সম্ভুদিয়া সপ্রাবি, সম্ভুদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়, সম্ভুদিয়া আজিজিয়া আলিম মাদ্রাসা, মঞ্জুর কাদের কলেজ সম্ভুদিয়া, বাঘুটিয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, চর সলিমাবাদ সপ্রাবি, চরসলিমাবাদ দাখিল মাদ্রাসা, চর সলিমাবাদ বাজার, ভূতের মোড় নৌঘাট, কবরস্থান, পয়লা দাখিল মাদ্রাসা, পয়লা বহুমুখী উচ্চবিদ্যালয়, চৌবাড়িয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, পয়লা সপ্রাবি, কাঁচাপাকা বিভিন্ন স্থাপনাসহ আবাদি জমি।
সরেজমিনে দেখা গেছে, জমিতে লকলকে বেড়ে ওঠা বাড়ন্ত ধানসহ অন্যান্য খেতের অপ্রাপ্ত গাছগুলো কাটছেন চাষিরা।
এ নিয়ে কথা হয় ঘুশুরিয়া গ্রামের কৃষক ফজলুল হক ও ছামাদ সিকদারের সঙ্গে। তাঁরা জানান, প্রায় চার বছর আগে এসে আশ্রয় নিয়েছিলেন বিনানই ও চর সলিমাবাদ গ্রামে। এ নিয়ে পাঁচবার নদীভাঙনের কবলে পড়েছেন তাঁরা। একসময় পৈতৃক বসতবাড়ি আর কিছু জমি থাকলেও এখন তাঁরা ভূমিহীন উদ্বাস্তু। তাঁদের ভাগ্যকে যেন গ্রাস করেছে রাক্ষসী যমুনায়।
বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের বাসিন্দা জব্বার আলী জানান, এ মৌসুমে যমুনা নদীর এমন তাণ্ডবলীলা এলাকাবাসী দেখেনি আগে। চৈত্র-বৈশাখ মাসে যমুনা নদী মরুভূমি হয়ে থাকত, কিন্তু এ বছর ব্যাপক পানি বৃদ্ধি হয়েছে, ফলে শুরু হয়েছে তীব্র নদীভাঙন।
জব্বার আলী আরও বলেন, ‘দুর্গত মানুষের আহাজারি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং সরকারি দপ্তরে পৌঁছাচ্ছে না। আর কত বাড়ি, প্রতিষ্ঠান, ফসলি জমি বিলীন হলে বেড়িবাঁধ ও স্রোতের মুখে ডাম্পিং করা হবে?’
সম্ভুদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাঘুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী বলেন, কয়েক বছর ধরে এলাকাবাসী নদীভাঙন রোধ প্রকল্পের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তবু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এভাবে চলতে শুরু আগামী কয়েক বছরেই চৌহালীর দক্ষিণাঞ্চল সম্পূর্ণ বিলীন হয়ে যাবে।
এ ব্যাপারে জানতে চাইলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (চৌহালী-বেলকুচি) দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী মো. মিলটন হোসেন বলেন, জরুরি জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের জন্য আবেদন দেওয়া হয়েছে এবং প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা আছে, যা আগামী ২০ তারিখে মন্ত্রণালয়ের মিটিংয়ে প্রকল্পটি উঠবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আজ দুপুরে লাগা ভয়াবহ আগুনে শত শত টন আমদানি করা পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
৭ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি ডোবার কচুরিপানার নিচ থেকে মানুষের তিনটি হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়। সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
৯ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ২৩ দিন পর সাব্বির হোসেন সবুজ (২৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ তিন টুকরো করে লুকিয়ে রাখেন সবুজের বাড়ির কাজের লোক আব্দুর হামেদ। আজ শনিবার সকালে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন এ তথ্য জানান।
১৬ মিনিট আগেঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ রয়েছে স্থানীয় একটি বাজারের অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পড়েছেন বিপাকে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের ভুক্তভোগী ২০ জন ব্যবসায়ী
২৫ মিনিট আগে