সিরাজগঞ্জ প্রতিনিধি
হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে ওহিদ আলী নবীন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে ৩৬ (১) ও ২৪ (ক) ধারায় ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দেন।
আদালতের অতিরিক্ত পিপি গোলাম সরোয়ার খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ওহিদ আলী নবীন রাজশাহী জেলার মহিষালবাড়ি গ্রামের মৃত সাঈদ আলী বাবলুর ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৮ আগস্ট সকালে সিরাজগঞ্জ সদর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। দুপুরের দিকে পুলিশের কাছে সংবাদ আসে রাজশাহী থেকে মাদকের বড় একটি চালান ঢাকায় যাচ্ছে। সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলাকালে একটি প্রাইভেট কারকে থামানোর জন্য সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে কড্ডার মোড়ে মিয়াবাড়ি মার্কেটের সামনে থেকে প্রাইভেট কার ও চালককে আটক করা হয়। প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্যাকেট থেকে ১ কেজি ৪৫ গ্রাম হেরোইন ও ১ লিটার মদ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম বাদী হয়ে মামলা করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালতের বিচারক ওহিদ আলী নবীনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে ওহিদ আলী নবীন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে ৩৬ (১) ও ২৪ (ক) ধারায় ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দেন।
আদালতের অতিরিক্ত পিপি গোলাম সরোয়ার খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ওহিদ আলী নবীন রাজশাহী জেলার মহিষালবাড়ি গ্রামের মৃত সাঈদ আলী বাবলুর ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৮ আগস্ট সকালে সিরাজগঞ্জ সদর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। দুপুরের দিকে পুলিশের কাছে সংবাদ আসে রাজশাহী থেকে মাদকের বড় একটি চালান ঢাকায় যাচ্ছে। সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলাকালে একটি প্রাইভেট কারকে থামানোর জন্য সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে কড্ডার মোড়ে মিয়াবাড়ি মার্কেটের সামনে থেকে প্রাইভেট কার ও চালককে আটক করা হয়। প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্যাকেট থেকে ১ কেজি ৪৫ গ্রাম হেরোইন ও ১ লিটার মদ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম বাদী হয়ে মামলা করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালতের বিচারক ওহিদ আলী নবীনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বগুড়ার শেরপুরে এক চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে অপর এক চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) বেলা ১টার দিকে পৌরসভার ধুনট মোড় এলাকায় ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।
৮ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পুড়ে যাওয়া আমদানি কার্গো ভিলেজটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভেতরে এখনো কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন ওই ভবনটির সামনে এমন দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে অবস্থিত বন্ধ থাকা একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার মাস ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ‘সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে
১ ঘণ্টা আগেআলোচিত বাংলাদেশি পর্নো তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশে বসেই পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করে আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশ করতে তাঁরা। এমনকি দেশে অন্যদের এই কাজে যুক্ত হওয়ার প্রলোভন দেখাতেন।
১ ঘণ্টা আগে