শেরপুর প্রতিনিধি
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল দাস।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় মঙ্গলবার রাতে সদর থানায় লিখিত অভিযোগ দেয় পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশে বেশ কয়েক দিন ধরে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের টিম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হয়।
এ খবর পেয়ে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ভাটার শ্রমিকেরা। এ সময় পরিবেশ অধিদপ্তর ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হওয়ার সময় শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে গাড়িগুলো আটকে দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা এবং ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, উচ্চ আদালতের নির্দেশে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে শ্রমিকেরা সরকারি কাজে বাধা প্রদান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় ১২ ইটভাটামালিকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে শেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের সরকারি কাজে বাধাদানের ঘটনায় পরিবেশ অধিদপ্তরের দেওয়া অভিযোগ পেয়েই আমরা অভিযান অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান।’
এ ব্যাপারে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা খুবই ন্যক্কারজনক বিষয়। মামলার গতিতে মামলা চলবে। সেই সঙ্গে উচ্চ আদালতের নির্দেশনা পালন করতে অবৈধ ইটভাটার ওপর অভিযান চলমান থাকবে।
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল দাস।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় মঙ্গলবার রাতে সদর থানায় লিখিত অভিযোগ দেয় পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশে বেশ কয়েক দিন ধরে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের টিম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হয়।
এ খবর পেয়ে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ভাটার শ্রমিকেরা। এ সময় পরিবেশ অধিদপ্তর ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হওয়ার সময় শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে গাড়িগুলো আটকে দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা এবং ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, উচ্চ আদালতের নির্দেশে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে শ্রমিকেরা সরকারি কাজে বাধা প্রদান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় ১২ ইটভাটামালিকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে শেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের সরকারি কাজে বাধাদানের ঘটনায় পরিবেশ অধিদপ্তরের দেওয়া অভিযোগ পেয়েই আমরা অভিযান অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান।’
এ ব্যাপারে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা খুবই ন্যক্কারজনক বিষয়। মামলার গতিতে মামলা চলবে। সেই সঙ্গে উচ্চ আদালতের নির্দেশনা পালন করতে অবৈধ ইটভাটার ওপর অভিযান চলমান থাকবে।
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে অজ্ঞাতনামা (৬০) এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন। চলন্ত ট্রেনের নিচে পড়ে তাঁর শরীর দুই খণ্ড হয়ে যায়।
১৩ মিনিট আগেগেটের সামনে ভিড় করছেন কার্গো ভিলেজের কর্মচারীরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলছেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে, আগুন পুরোপুরি নেভেনি। পুরো আমদানি কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে গেছে।
৩২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
৩৬ মিনিট আগেফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেটে এই আগুন লাগে। এতে মুদি, কাপড়, ওষুধ, জুতা, বীজসহ কমপক্ষে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
১ ঘণ্টা আগে