নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে নিহত হওয়ার তিন দিন পর এক রাজমিস্ত্রির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে এই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত রাজমিস্ত্রির নাম মনির হোসেন (৪৩)। তিনি জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের পশ্চিম খাড়ামোড়া গ্রামের মৃত মুনসের আলীর ছেলে।
মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। তিনি বলেন, মনিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর সেখান থেকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান বলেন, মনির আহত অবস্থায় সীমান্তে ভারতীয় অংশের ঢালু এলাকায় পড়ে ছিলেন। খবর পেয়ে সোমবার রাতে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ঢালু থানার পুলিশ। এরপর গত মঙ্গলবার ওই দেশে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়ার আগে মনির ঠিকানা বলে যাওয়ায় তাঁর পরিবারকে মৃত্যুর খবর দেওয়া হয় বলে জানান সাইদুর রহমান। তিনি বলেন, কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ভারতের ঢালু থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, মনির সপরিবারে ঢাকায় থাকতেন। সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে বেড়াতে আসেন। সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শ্রীবরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান বলেন, ‘সোমবার রাত থেকে ভাই নিখোঁজ হয়। আমাদের এলাকার গরুর রাখালদের বিএসএফ ভাইয়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করেছিল তাঁকে চেনেন কি না। পরে রাখালদের মাধ্যমেই আমরা ভাইয়ের সন্ধান পাই।’
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে নিহত হওয়ার তিন দিন পর এক রাজমিস্ত্রির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে এই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত রাজমিস্ত্রির নাম মনির হোসেন (৪৩)। তিনি জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের পশ্চিম খাড়ামোড়া গ্রামের মৃত মুনসের আলীর ছেলে।
মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। তিনি বলেন, মনিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর সেখান থেকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান বলেন, মনির আহত অবস্থায় সীমান্তে ভারতীয় অংশের ঢালু এলাকায় পড়ে ছিলেন। খবর পেয়ে সোমবার রাতে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ঢালু থানার পুলিশ। এরপর গত মঙ্গলবার ওই দেশে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়ার আগে মনির ঠিকানা বলে যাওয়ায় তাঁর পরিবারকে মৃত্যুর খবর দেওয়া হয় বলে জানান সাইদুর রহমান। তিনি বলেন, কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ভারতের ঢালু থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, মনির সপরিবারে ঢাকায় থাকতেন। সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে বেড়াতে আসেন। সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শ্রীবরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান বলেন, ‘সোমবার রাত থেকে ভাই নিখোঁজ হয়। আমাদের এলাকার গরুর রাখালদের বিএসএফ ভাইয়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করেছিল তাঁকে চেনেন কি না। পরে রাখালদের মাধ্যমেই আমরা ভাইয়ের সন্ধান পাই।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. জুবায়েদ হোসেনকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে আজ সোমবার (২০ অক্টোবর) বিভিন্ন স্থান থেকে তাঁদেরকে আটক করা হয়। প্রেমের সম্পর্কের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
৪ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জুবায়েদের মরদেহ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে নিয়ে...
২৯ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৪২ মিনিট আগে