Ajker Patrika

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ১৫: ৫০
কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ময়মনসিংহের শেরপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. তৌহিদ (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত তৌহিদ সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়ার মো. আব্দুর রাজ্জাকের ছেলে। সে মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসার শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে তৌহিদ কাঁঠাল পাড়তে মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসা ঘরের টিনের চালের ওপর ওঠে। এ সময় চালের ওপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে স্পর্শ করে সে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘চিটাংঅর মইদ্যে সরোয়াইজ্জা মরিব’— ফোনে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের চেলা রায়হানের হুমকি

বিএনপি মহাসচিবকে ফোন করে বলেছিলাম, আমরা একটু আলোচনায় বসি: জামায়াত নেতা তাহের

জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি

ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে বড় ভাইয়ের মাইকিং, স্থান পানের বরজ

ছাত্রীদের শরীরে আবারও হাত দেওয়ার অভিযোগ সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে

এলাকার খবর
Loading...