নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে মারধরের পর লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটলেও গতকাল শনিবার বিকেলে থানায় অভিযোগ দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক সোহাগ (৪৮) উপজেলার যোগানিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। অভিযুক্তরা হলেন উপজেলার কাপাশিয়া এলাকার সায়েদুল (৪৩), মো. সোলায়মান (৫০), যোশেফ (৪২), পৌরশহরের গড়কান্দা এলাকার সোহেল রানা (২৬), নগরবেড়া গ্রামের ইউসুফ আলীসহ (৪৬) অজ্ঞাতপরিচয় আটজন।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় সোহাগ তাঁর বোন শিরিনার কাছ থেকে ব্যবসার জন্য ১ লাখ টাকা নিয়ে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যান। এ সময় অভিযুক্ত ইউসুফ তাঁকে ফোন করে শহরের দক্ষিণ বাজারে যেতে বলেন। সেখানে জমি নিয়ে বাগ্বিতাণ্ডার একপর্যায়ে সোহাগকে মারধর করে সঙ্গে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেন অভিযুক্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় সোহাগকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী সোহাগ বলেন, ‘ইউসুফ পরিকল্পিতভাবে আমাকে ডেকে নিয়েছে। তাঁর দোকান থেকে বের হয়ে আসার পরই অভিযুক্তরা রড দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আমার সঙ্গে থাকা ১ লাখ টাকাও ছিনিয়ে নিয়েছে ওরা। মারধরে আমার বাঁ হাত, দুটি দাঁত ও হাতের একটি আঙুল ভেঙে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের নালিতাবাড়ীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে মারধরের পর লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটলেও গতকাল শনিবার বিকেলে থানায় অভিযোগ দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক সোহাগ (৪৮) উপজেলার যোগানিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। অভিযুক্তরা হলেন উপজেলার কাপাশিয়া এলাকার সায়েদুল (৪৩), মো. সোলায়মান (৫০), যোশেফ (৪২), পৌরশহরের গড়কান্দা এলাকার সোহেল রানা (২৬), নগরবেড়া গ্রামের ইউসুফ আলীসহ (৪৬) অজ্ঞাতপরিচয় আটজন।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় সোহাগ তাঁর বোন শিরিনার কাছ থেকে ব্যবসার জন্য ১ লাখ টাকা নিয়ে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যান। এ সময় অভিযুক্ত ইউসুফ তাঁকে ফোন করে শহরের দক্ষিণ বাজারে যেতে বলেন। সেখানে জমি নিয়ে বাগ্বিতাণ্ডার একপর্যায়ে সোহাগকে মারধর করে সঙ্গে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেন অভিযুক্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় সোহাগকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী সোহাগ বলেন, ‘ইউসুফ পরিকল্পিতভাবে আমাকে ডেকে নিয়েছে। তাঁর দোকান থেকে বের হয়ে আসার পরই অভিযুক্তরা রড দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আমার সঙ্গে থাকা ১ লাখ টাকাও ছিনিয়ে নিয়েছে ওরা। মারধরে আমার বাঁ হাত, দুটি দাঁত ও হাতের একটি আঙুল ভেঙে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. জুবায়েদ হোসেনকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে আজ সোমবার (২০ অক্টোবর) বিভিন্ন স্থান থেকে তাঁদেরকে আটক করা হয়। প্রেমের সম্পর্কের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
২ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জুবায়েদের মরদেহ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে নিয়ে...
২৬ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগে