শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তারা চিকিৎসাসেবার জন্য টাকা আদায়, বিনা মূল্যের খাবার বিতরণে নয়ছয়সহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যদের একটি দল হাসপাতালটিতে অনিয়মের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালায়।
হাসপাতালে সেবা নিতে আসা রুনা বেগম নামের এক নারী দুদকের কাছে অভিযোগ করেন, হাতের ছোট একটি অস্ত্রোপচারের জন্য সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল কাইয়ুম তাঁর কাছে ৮ হাজার টাকা দাবি করেন। সকালে তিনি টিকিট কেটে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক আব্দুল কাইয়ুমের কক্ষে যান। তখন তিনি এই টাকা দাবি করেন।
গিয়াসউদ্দিন হাওলাদার নামের এক যুবক দুদকের কাছে অভিযোগ করেন, গত বৃহস্পতিবার তাঁর বাবা শাহ আলম হাওলাদারকে চিকিৎসাসেবা দিতে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। টিকিট কেটে চিকিৎসক আব্দুল কাইয়ুমের কক্ষে যান। এ সময় ওই চিকিৎসক ব্যথা দূর করার জন্য ইনজেকশন দিতে দেড় হাজার টাকা দাবি করেন। এরপর ১ হাজার ৩০০ টাকা দিলে তাঁকে হাসপাতালের সরকারি ইনজেকশন দেন আব্দুল কাইয়ুম।
অভিযোগকারীদের সঙ্গে নিয়ে দুদক টিম চিকিৎসক আব্দুল কাইয়ুমের কক্ষে গিয়ে টাকা চাওয়া ও টাকা নেওয়ার প্রমাণ পায়।
এরপর রান্নাঘরে গিয়ে নোংরা পরিবেশে খাবার তৈরি ও নিম্নমানের খাবার পরিবেশনের প্রমাণ পায় দুদক। রোগীদের জন্য ৭৫ টাকা মূল্যের মিনিকেট চাল রান্না করার কথা থাকলেও ৪০ থেকে ৫০ টাকা মূল্যের চাল রান্না করা হয়। এ ছাড়া ৫ টাকার টিকিট ১০ টাকা নেওয়ার প্রমাণ মেলে।
দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, ‘শরীয়তপুর সদর হাসপাতালে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়, খাবারে অনিয়ম, দালাল চক্রের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল। এরই পরিপ্রেক্ষিতে আমরা অনুসন্ধান চালিয়েছি। এ সময় নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়, খাবারে অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্যের প্রমাণ পেয়েছি। আমরা এ বিষয়ে কমিশনে প্রতিবেদন পাঠাব। হাসপাতালের তত্ত্বাবধায়ক আমাদের আশ্বস্ত করেছেন, তিনি এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুদকের একটি দল হাসপাতালে অভিযান চালিয়েছে। তারা বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছে বলে আমাকে জানিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শরীয়তপুর সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তারা চিকিৎসাসেবার জন্য টাকা আদায়, বিনা মূল্যের খাবার বিতরণে নয়ছয়সহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যদের একটি দল হাসপাতালটিতে অনিয়মের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালায়।
হাসপাতালে সেবা নিতে আসা রুনা বেগম নামের এক নারী দুদকের কাছে অভিযোগ করেন, হাতের ছোট একটি অস্ত্রোপচারের জন্য সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল কাইয়ুম তাঁর কাছে ৮ হাজার টাকা দাবি করেন। সকালে তিনি টিকিট কেটে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক আব্দুল কাইয়ুমের কক্ষে যান। তখন তিনি এই টাকা দাবি করেন।
গিয়াসউদ্দিন হাওলাদার নামের এক যুবক দুদকের কাছে অভিযোগ করেন, গত বৃহস্পতিবার তাঁর বাবা শাহ আলম হাওলাদারকে চিকিৎসাসেবা দিতে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। টিকিট কেটে চিকিৎসক আব্দুল কাইয়ুমের কক্ষে যান। এ সময় ওই চিকিৎসক ব্যথা দূর করার জন্য ইনজেকশন দিতে দেড় হাজার টাকা দাবি করেন। এরপর ১ হাজার ৩০০ টাকা দিলে তাঁকে হাসপাতালের সরকারি ইনজেকশন দেন আব্দুল কাইয়ুম।
অভিযোগকারীদের সঙ্গে নিয়ে দুদক টিম চিকিৎসক আব্দুল কাইয়ুমের কক্ষে গিয়ে টাকা চাওয়া ও টাকা নেওয়ার প্রমাণ পায়।
এরপর রান্নাঘরে গিয়ে নোংরা পরিবেশে খাবার তৈরি ও নিম্নমানের খাবার পরিবেশনের প্রমাণ পায় দুদক। রোগীদের জন্য ৭৫ টাকা মূল্যের মিনিকেট চাল রান্না করার কথা থাকলেও ৪০ থেকে ৫০ টাকা মূল্যের চাল রান্না করা হয়। এ ছাড়া ৫ টাকার টিকিট ১০ টাকা নেওয়ার প্রমাণ মেলে।
দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, ‘শরীয়তপুর সদর হাসপাতালে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়, খাবারে অনিয়ম, দালাল চক্রের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল। এরই পরিপ্রেক্ষিতে আমরা অনুসন্ধান চালিয়েছি। এ সময় নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়, খাবারে অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্যের প্রমাণ পেয়েছি। আমরা এ বিষয়ে কমিশনে প্রতিবেদন পাঠাব। হাসপাতালের তত্ত্বাবধায়ক আমাদের আশ্বস্ত করেছেন, তিনি এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুদকের একটি দল হাসপাতালে অভিযান চালিয়েছে। তারা বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছে বলে আমাকে জানিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
২৭ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
২৮ মিনিট আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
৩৮ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
৪২ মিনিট আগে