শরীয়তপুর প্রতিনিধি
বিদেশি নম্বর থেকে ফোন করে শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মিথুন ঢালি নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।
এর আগে দুপুরে বিদেশি নম্বর থেকে ওসির মোবাইল ফোনে কল করে এ হুমকি দেওয়ার অভিযোগ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তেজগাঁও কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা মিঠুন ঢালি জাজিরা থানার নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। এর ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর তিনি বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও মিছিলের নামে থানা এলাকায় গোপন মহড়া চালান।
এ সময় পুলিশের অভিযানের মুখে মিঠুন ঢালি ও তাঁর অনুসারীরা কুন্ডেরচরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান নেন। পরবর্তী সময়ে সার্কেল এএসপি নড়িয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালালে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে এবং পরে কৌশলে পালিয়ে যান তাঁরা।
এ ঘটনার পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় মিঠুন ঢালিকে এজাহারভুক্ত ২ নম্বর আসামি করা হয়। এই মামলার জেরে আজ দুপুরে একটি বিদেশি নম্বর থেকে তিনি জাজিরা থানার ওসি ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ছাড়া মিঠুন ঢালি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্যসংবলিত পোস্ট দিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
জানতে চাইলে জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।
বিদেশি নম্বর থেকে ফোন করে শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মিথুন ঢালি নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।
এর আগে দুপুরে বিদেশি নম্বর থেকে ওসির মোবাইল ফোনে কল করে এ হুমকি দেওয়ার অভিযোগ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তেজগাঁও কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা মিঠুন ঢালি জাজিরা থানার নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। এর ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর তিনি বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও মিছিলের নামে থানা এলাকায় গোপন মহড়া চালান।
এ সময় পুলিশের অভিযানের মুখে মিঠুন ঢালি ও তাঁর অনুসারীরা কুন্ডেরচরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান নেন। পরবর্তী সময়ে সার্কেল এএসপি নড়িয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালালে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে এবং পরে কৌশলে পালিয়ে যান তাঁরা।
এ ঘটনার পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় মিঠুন ঢালিকে এজাহারভুক্ত ২ নম্বর আসামি করা হয়। এই মামলার জেরে আজ দুপুরে একটি বিদেশি নম্বর থেকে তিনি জাজিরা থানার ওসি ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ছাড়া মিঠুন ঢালি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্যসংবলিত পোস্ট দিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
জানতে চাইলে জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আজ দুপুরে লাগা ভয়াবহ আগুনে শত শত টন আমদানি করা পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
৩ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি ডোবার কচুরিপানার নিচ থেকে মানুষের তিনটি হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়। সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
৬ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ২৩ দিন পর সাব্বির হোসেন সবুজ (২৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ তিন টুকরো করে লুকিয়ে রাখেন সবুজের বাড়ির কাজের লোক আব্দুর হামেদ। আজ শনিবার সকালে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন এ তথ্য জানান।
১২ মিনিট আগেঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ রয়েছে স্থানীয় একটি বাজারের অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পড়েছেন বিপাকে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের ভুক্তভোগী ২০ জন ব্যবসায়ী
২১ মিনিট আগে