শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকায় কোটা সংস্কারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাওডোবা পদ্মাসেতু সংলগ্ন জমাদ্দার মোড় গোল চত্বর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হতাহতের প্রতিবাদে সারা দেশের মতো শরীয়তপুর-মাদারীপুরের শিক্ষার্থীরা আজ দুপুর ১২টার দিকে পদ্মা সেতু সংলগ্ন জমাদ্দার মোড় গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী পাঁচ শিক্ষার্থী আহত হন।
একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুরো এলাকাটির নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।
আল ইসলাম নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা নাওডোবা জমাদ্দার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করি। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ পাঁচজন আহত হয়েছি। আমরা এর প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরব না।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মাদবর বলেন, ‘ছাত্রদলের ইন্ধনে কিছু শিক্ষার্থী মহাসড়ক ও পদ্মা সেতু অবরোধ করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছি।’
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, নাওডোবা গোল চত্বর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে চাইলে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকায় কোটা সংস্কারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাওডোবা পদ্মাসেতু সংলগ্ন জমাদ্দার মোড় গোল চত্বর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হতাহতের প্রতিবাদে সারা দেশের মতো শরীয়তপুর-মাদারীপুরের শিক্ষার্থীরা আজ দুপুর ১২টার দিকে পদ্মা সেতু সংলগ্ন জমাদ্দার মোড় গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী পাঁচ শিক্ষার্থী আহত হন।
একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুরো এলাকাটির নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।
আল ইসলাম নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা নাওডোবা জমাদ্দার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করি। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ পাঁচজন আহত হয়েছি। আমরা এর প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরব না।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মাদবর বলেন, ‘ছাত্রদলের ইন্ধনে কিছু শিক্ষার্থী মহাসড়ক ও পদ্মা সেতু অবরোধ করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছি।’
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, নাওডোবা গোল চত্বর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে চাইলে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।
৪ ঘণ্টা আগেকিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল রোববার একাডেমির ব্যবস্থাপনায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগেজমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে রয়েছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা এবং মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম
৪ ঘণ্টা আগেশিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তাল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট।
৫ ঘণ্টা আগে