শরীয়তপুর প্রতিনিধি
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আব্দুল্লাহ শামীমকে (১৩) শরীয়তপুরে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখীপুরের ডিএমখালী চরভয়রা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত শামীম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের মৃত আবুল কালাম মাঝির ছোট ছেলে। সে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
গতকাল সোমবার দুপুরের বিমান দুর্ঘটনায় শামীম গুরুতর আহত হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয় বার্ন ইউনিটে। রাত ১১টার দিকে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও তিন বোনের মধ্যে শামীম সবার ছোট। মা জুলেখা বেগম ছেলেমেয়ে নিয়ে ঢাকার উত্তরা দিয়াবাড়িতে থাকতেন। তার বাবা আবুল কালাম মাঝি সৌদিপ্রবাসী ছিলেন। সাত মাস আগে আবুল কালাম মাঝি সৌদি আরবে মারা যান। বাবা মারা যাওয়ার পর মা, বোন ও বড় ভাইয়ের আশ্রয়স্থলে আদর-যত্নে বেড়ে উঠছিল শামীম।
আজ সকালে শামীমের লাশ গ্রামের বাড়ি ভেদরগঞ্জের ডিএমখালি মাঝিকান্দি নিয়ে আসা হয়। পরে সকাল ৯টায় চরভয়রা উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই সমাহিত করা হয়। শামীমের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা।
মামা সাইফুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিল আমার ভাগনে আব্দুল্লাহ শামীম। ওর স্বপ্ন ছিল চিকিৎসক হবে। বাবার মৃত্যুর পর ওকে সবাই আগলে রেখেছিলাম। আজ ও আমাদের ছেড়ে চলে গেছে। ওর বাবার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ওর মতো এমন মৃত্যু আর যেন কারও না হয়।’
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শামীমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকার তাদের পাশে রয়েছে।’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আব্দুল্লাহ শামীমকে (১৩) শরীয়তপুরে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখীপুরের ডিএমখালী চরভয়রা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত শামীম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের মৃত আবুল কালাম মাঝির ছোট ছেলে। সে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
গতকাল সোমবার দুপুরের বিমান দুর্ঘটনায় শামীম গুরুতর আহত হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয় বার্ন ইউনিটে। রাত ১১টার দিকে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও তিন বোনের মধ্যে শামীম সবার ছোট। মা জুলেখা বেগম ছেলেমেয়ে নিয়ে ঢাকার উত্তরা দিয়াবাড়িতে থাকতেন। তার বাবা আবুল কালাম মাঝি সৌদিপ্রবাসী ছিলেন। সাত মাস আগে আবুল কালাম মাঝি সৌদি আরবে মারা যান। বাবা মারা যাওয়ার পর মা, বোন ও বড় ভাইয়ের আশ্রয়স্থলে আদর-যত্নে বেড়ে উঠছিল শামীম।
আজ সকালে শামীমের লাশ গ্রামের বাড়ি ভেদরগঞ্জের ডিএমখালি মাঝিকান্দি নিয়ে আসা হয়। পরে সকাল ৯টায় চরভয়রা উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই সমাহিত করা হয়। শামীমের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা।
মামা সাইফুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিল আমার ভাগনে আব্দুল্লাহ শামীম। ওর স্বপ্ন ছিল চিকিৎসক হবে। বাবার মৃত্যুর পর ওকে সবাই আগলে রেখেছিলাম। আজ ও আমাদের ছেড়ে চলে গেছে। ওর বাবার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ওর মতো এমন মৃত্যু আর যেন কারও না হয়।’
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শামীমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকার তাদের পাশে রয়েছে।’
মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আমদানি কার্গো ভিলেজ ঘিরে রেখেছেন যৌথ বাহিনীর সদস্যরা। শুধু জরুরি সেবায় নিয়োজিত ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
২ ঘণ্টা আগেনৌপথে ঢাকা থেকে বরিশাল হয়ে মোরেলগঞ্জ পর্যন্ত যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল প্যাডেলচালিত স্টিমার। ঐতিহ্যবাহী এ জলযানের চলাচল বন্ধ হয়ে যায় তিন বছর আগে। এবার সেই ঐতিহ্য ফেরানোর উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে