শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাটের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবিতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এখনো দুই ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—মা সাহানা বেগম (৫০) ও মেয়ে জলি আক্তার (২৮)। নিখোঁজ তিনজনের মধ্যে শান্ত ও শাওন দুই ভাই। এছাড়া শান্তর বন্ধু হৃদয় রয়েছেন। তাঁদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা কাজ করছেন।
এ ছাড়া হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা সবাই রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা। তাঁরা ঢাকা থেকে শান্তর জন্য কনে দেখতে শরীয়তপুর এসেছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানীর পুরান ঢাকা থেকে চারজন নারী ও চার পুরুষসহ মোট ৮ জনের একটি দল পাত্রী দেখার জন্য গতকাল রাতে লঞ্চযোগে রওনা হন। আজ সকালে তাঁরা গোসাইরহাটের কোদালপুর লঞ্চঘাটে এসে নামেন। সেখান থেকে স্থানীয় আরও তিনজনসহ মোট ১১ জন একটি ট্রলার ভাড়া নিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চরের দেলোয়ার হাওলাদারের বাড়ি যাচ্ছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। ট্রলারডুবির পরে চালকসহ স্থানীয় তিনজন সাঁতরে ডাঙায় উঠতে সক্ষম হন। ঘটনা জানতে পেরে স্থানীয় জেলেরা পাঁচজনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জলি ও সাহানাকে মৃত ঘোষণা করেন। পারভীন, সুফিয়া ও আকাশকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা থেকে আসা আহত আকাশ বলেন, ‘শান্তর জন্য মেয়ে দেখতে আমরা আটজন ঢাকা থেকে লঞ্চে গোসাইরহাটের কোদালপুরে আসি। এরপর ট্রলারে নদী পাড় হতে গেলে ট্রলারটি ডুবে যায়। এতে দুজন মারা গেছে এবং শান্তসহ তিনজন এখনো নিখোঁজ রয়েছে।’
বিষয়টি নিয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, পুরান ঢাকা থেকে কয়েক ব্যক্তি পাত্রী দেখতে ট্রলারযোগে গোসাইরহাটের মাঝেরচর এলাকার দেলোয়ার হাওলাদারের বাড়ি যাচ্ছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এতে মা-মেয়ে মারা গেছেন। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। এদেরকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।
শরীয়তপুরের গোসাইরহাটের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবিতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এখনো দুই ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—মা সাহানা বেগম (৫০) ও মেয়ে জলি আক্তার (২৮)। নিখোঁজ তিনজনের মধ্যে শান্ত ও শাওন দুই ভাই। এছাড়া শান্তর বন্ধু হৃদয় রয়েছেন। তাঁদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা কাজ করছেন।
এ ছাড়া হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা সবাই রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা। তাঁরা ঢাকা থেকে শান্তর জন্য কনে দেখতে শরীয়তপুর এসেছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানীর পুরান ঢাকা থেকে চারজন নারী ও চার পুরুষসহ মোট ৮ জনের একটি দল পাত্রী দেখার জন্য গতকাল রাতে লঞ্চযোগে রওনা হন। আজ সকালে তাঁরা গোসাইরহাটের কোদালপুর লঞ্চঘাটে এসে নামেন। সেখান থেকে স্থানীয় আরও তিনজনসহ মোট ১১ জন একটি ট্রলার ভাড়া নিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চরের দেলোয়ার হাওলাদারের বাড়ি যাচ্ছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। ট্রলারডুবির পরে চালকসহ স্থানীয় তিনজন সাঁতরে ডাঙায় উঠতে সক্ষম হন। ঘটনা জানতে পেরে স্থানীয় জেলেরা পাঁচজনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জলি ও সাহানাকে মৃত ঘোষণা করেন। পারভীন, সুফিয়া ও আকাশকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা থেকে আসা আহত আকাশ বলেন, ‘শান্তর জন্য মেয়ে দেখতে আমরা আটজন ঢাকা থেকে লঞ্চে গোসাইরহাটের কোদালপুরে আসি। এরপর ট্রলারে নদী পাড় হতে গেলে ট্রলারটি ডুবে যায়। এতে দুজন মারা গেছে এবং শান্তসহ তিনজন এখনো নিখোঁজ রয়েছে।’
বিষয়টি নিয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, পুরান ঢাকা থেকে কয়েক ব্যক্তি পাত্রী দেখতে ট্রলারযোগে গোসাইরহাটের মাঝেরচর এলাকার দেলোয়ার হাওলাদারের বাড়ি যাচ্ছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এতে মা-মেয়ে মারা গেছেন। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। এদেরকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।
ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে তারা।
১৯ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেদেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন
১ ঘণ্টা আগেগত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
১ ঘণ্টা আগে