শরীয়তপুর প্রতিনিধি
মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাঝিরঘাট যাওয়ার সময় পদ্মা সেতুর প্রায় দেড় কিলোমিটার পূর্বদিকের একটি চরে আটকা পড়ে ফেরি ফরিদপুর। রোববার দিবাগত রাতে ঝড়ের কবলে পরে মাঝপদ্মায় চরে আটকা পড়ে ফেরিটি। ৩ ঘণ্টা আটকা থাকার পর আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরিটি উদ্ধার করে শরীয়তপুরের মাঝিরঘাটে নিয়ে আসা হয়।
জানা যায়, ঝড়ের বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরির সামনের অংশে থাকা র্যাম্প। এ ছাড়াও র্যাম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্স। রাত ২ টা ৩০ মিনিটে শিমুলিয়া থেকে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরিটি।
ফেরিতে থাকা যাত্রী রাসেদুল আলম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, শিমুলিয়া থেকে ১৪টি ছোট-বড় যানবাহন ও ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে রাত আড়াইটার দিকে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরি ফরিদপুর। রাত ৩টার দিকে মাঝনদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ফেরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি নদীতে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ফেরির সামনে থাকা র্যাম্প ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ফেরির ক্ষতিগ্রস্ত র্যাম্পের ধাক্কায় ফেরির সামনের দিকে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ঝোড়ো বাতাসে কিছুটা পূর্ব দিকে সরে গিয়ে একটি চরে আটকা পরে ফেরিটি। ভোররাতে ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ আনা হলেও ফেরি আটকে পড়া নদীর ওই অংশে পানি কম থাকায় উদ্ধারকাজ বিলম্বিত হয়। জোয়ারে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলে সকাল সাড়ে ৬টার দিকে ফেরিটি চর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ফেরিটি মাঝিরঘাটে নিয়ে আসা হয়েছে।
ফেরি ফরিদপুরের মাস্টার শৈশব দে আজকের পত্রিকাকে বলেন, ‘শিমুলিয়া থেকে ছেড়ে আসার ৩০ মিনিট পর ঝড়ের কবলে পড়ি। ঝড়ের ঘূর্ণি বাতাসে ফেরিটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। এ সময় নদীতে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ফেরির সামনের অংশের ধাক্কা লাগে। খুঁটির ধাক্কায় ফেরির সামনের অংশে থাকা র্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফেরিটি পার্শ্ববর্তী একটি চরে নোঙর করে রাখি। নদীর অংশে পানির গভীরতা কম থাকায় ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ আনা হলেও নাব্যতা-সংকটে উদ্ধারকারী জাহাজ ফেরির কাছে পৌঁছাতে পারেনি। পরে সকাল ৬টার দিকে জোয়ারের কারণে নদীর পানি বৃদ্ধি পেলে ফেরিটি চালিয়ে মাঝিরঘাটে নিয়ে আসি।’
ঝড়ের কবলে পড়ে নদীতে ফেরি আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির মাঝিরঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, ফেরিটি উদ্ধার করা হয়েছে। ফেরিটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণে কাজ শুরু করা হয়েছে। কাজ শেষেই প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (মেরিন) আলী আহমদ জানান, ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত ফেরিটি মাঝিরঘাটে যানবাহন নামিয়ে শিমুলিয়া ঘাটে নিয়ে আসা হয়েছে। মেরিন বিভাগের প্রকৌশলীরা শিমুলিয়া ঘাটে থাকা ফেরিটি সংস্কারেরকাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে ফেরিটি সংস্কার শেষে বহরে যুক্ত হবে।
মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাঝিরঘাট যাওয়ার সময় পদ্মা সেতুর প্রায় দেড় কিলোমিটার পূর্বদিকের একটি চরে আটকা পড়ে ফেরি ফরিদপুর। রোববার দিবাগত রাতে ঝড়ের কবলে পরে মাঝপদ্মায় চরে আটকা পড়ে ফেরিটি। ৩ ঘণ্টা আটকা থাকার পর আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরিটি উদ্ধার করে শরীয়তপুরের মাঝিরঘাটে নিয়ে আসা হয়।
জানা যায়, ঝড়ের বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরির সামনের অংশে থাকা র্যাম্প। এ ছাড়াও র্যাম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্স। রাত ২ টা ৩০ মিনিটে শিমুলিয়া থেকে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরিটি।
ফেরিতে থাকা যাত্রী রাসেদুল আলম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, শিমুলিয়া থেকে ১৪টি ছোট-বড় যানবাহন ও ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে রাত আড়াইটার দিকে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরি ফরিদপুর। রাত ৩টার দিকে মাঝনদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ফেরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি নদীতে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় ফেরির সামনে থাকা র্যাম্প ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ফেরির ক্ষতিগ্রস্ত র্যাম্পের ধাক্কায় ফেরির সামনের দিকে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ঝোড়ো বাতাসে কিছুটা পূর্ব দিকে সরে গিয়ে একটি চরে আটকা পরে ফেরিটি। ভোররাতে ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ আনা হলেও ফেরি আটকে পড়া নদীর ওই অংশে পানি কম থাকায় উদ্ধারকাজ বিলম্বিত হয়। জোয়ারে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলে সকাল সাড়ে ৬টার দিকে ফেরিটি চর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ফেরিটি মাঝিরঘাটে নিয়ে আসা হয়েছে।
ফেরি ফরিদপুরের মাস্টার শৈশব দে আজকের পত্রিকাকে বলেন, ‘শিমুলিয়া থেকে ছেড়ে আসার ৩০ মিনিট পর ঝড়ের কবলে পড়ি। ঝড়ের ঘূর্ণি বাতাসে ফেরিটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। এ সময় নদীতে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ফেরির সামনের অংশের ধাক্কা লাগে। খুঁটির ধাক্কায় ফেরির সামনের অংশে থাকা র্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফেরিটি পার্শ্ববর্তী একটি চরে নোঙর করে রাখি। নদীর অংশে পানির গভীরতা কম থাকায় ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ আনা হলেও নাব্যতা-সংকটে উদ্ধারকারী জাহাজ ফেরির কাছে পৌঁছাতে পারেনি। পরে সকাল ৬টার দিকে জোয়ারের কারণে নদীর পানি বৃদ্ধি পেলে ফেরিটি চালিয়ে মাঝিরঘাটে নিয়ে আসি।’
ঝড়ের কবলে পড়ে নদীতে ফেরি আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির মাঝিরঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, ফেরিটি উদ্ধার করা হয়েছে। ফেরিটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণে কাজ শুরু করা হয়েছে। কাজ শেষেই প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (মেরিন) আলী আহমদ জানান, ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত ফেরিটি মাঝিরঘাটে যানবাহন নামিয়ে শিমুলিয়া ঘাটে নিয়ে আসা হয়েছে। মেরিন বিভাগের প্রকৌশলীরা শিমুলিয়া ঘাটে থাকা ফেরিটি সংস্কারেরকাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে ফেরিটি সংস্কার শেষে বহরে যুক্ত হবে।
বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে টানা সাত দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এই শিক্ষকেরা। গতকাল শনিবার সন্ধ্যায় ভুখা মিছিলের ঘোষণা দেন তাঁরা।
২৬ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির বাক্সের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
১ ঘণ্টা আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
১ ঘণ্টা আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
১ ঘণ্টা আগে