Ajker Patrika

দুল ছিনিয়ে নিতে হত্যা করা হয় শিশু নুসরাতকে: পুলিশ

সাতক্ষীরা প্রতিনিধি
রেজাউল ইসলাম জনি। ছবি: আজকের পত্রিকা
রেজাউল ইসলাম জনি। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার আশাশুনিতে শিশু নুসরাত জাহান রাহি হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার আগরদাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য নুসরাতকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আসামির নাম রেজাউল ইসলাম জনি (২৩)। তিনি আগরদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিহত নুসরাত জাহান রাহি (৯) একই গ্রামের রবিউল ইসলামের মেয়ে, সে আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। রাহির প্রতিবেশী চাচা হন জনি।

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম। তিনি জানান, জনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। ৯ মাস আগে তিনি বিয়ে করেন। বিয়ের পরে মাস চারেক আগে তিনি চাকরি হারান। এতে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়েন জনি। গ্রামের বাড়িতে এসে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে তিনি রাহির কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেওয়ার চিন্তা করেন।

পুলিশ সুপার আরও জানান, গত শনিবার সকালে রাহি বান্ধবী মিতা বসুর সঙ্গে খেলা করছিল। জনি রাহিকে খাবার কিনে দেওয়ার কথা বলে নির্জন হলুদখেতে নিয়ে যায়। সেখানে রাহির কানে থাকা সোনার দুল খুলে নেয়। রাহি এ ঘটনা মা-বাবাকে জানানোর হুমকি দিলে তাকে শ্বাসরোধে হত্যা করেন জনি। এরপর তিনি হাত-পা বেঁধে রাহির মরদেহ পুকুরে ফেলে দেন। ওই দিন দুপুরে জনি ছিনিয়ে নেওয়া কানের দুল স্থানীয় বুধহাটা বাজারের পলাশ জুয়েলার্সে ৯ হাজার টাকায় বেচে দেন।

গত শনিবার দুপুরে আশাশুনির আগরদাড়ি গ্রামের একটি পুকুর থেকে রাহির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাহির বাবা রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জনিকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

প্রাথমিকভাবে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

রাজধানীর কারওয়ান বাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

আজকের রাশিফল: অতিরিক্ত রাগ লজ্জায় ফেলবে, ঘরে শান্তি চাইলে রান্না নিয়ে চুপ থাকুন

এলাকার খবর
Loading...