Ajker Patrika

মায়ের কোল থেকে ছিটকে পড়ে মারা গেল শিশু

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
মায়ের কোল থেকে ছিটকে পড়ে মারা গেল শিশু

মায়ের কোল থেকে পিচঢালা রাস্তায় ছিটকে পড়ে ছটফট করতে করতে মারা গেল শিশু। ঘটনাটি ঘটেছে ঈদুল ফিতরের দিন (মঙ্গলবার) বেলা ১২টার দিকে পাটকেলঘাটার সাতক্ষীরা খুলনা মহাসড়কের শাকদহা ব্রিজের কাছে। 

পরিবারের সূত্রে জানা গেছে, পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের আবু সাঈদ ও তাঁর ছয় মাস বয়সের শিশুপুত্র মুশফিকুজ্জামানসহ পরিবারের মোট চারজন ব্যাটারিচালিত ভ্যানে নগরঘাটা গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রিজ নামক স্থানে অসাবধানতাবশত আবু সাঈদের স্ত্রীর বোরকা ভ্যানের চাকায় জড়িয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই কোলের শিশুটিসহ সাঈদের স্ত্রী রাস্তার ওপর পড়ে যান। এ সময় শিশুটি কোল থেকে ছিটকে পড়ে মায়ের সামনেই ছটফট করতে থাকে। তাৎক্ষণিক উদ্ধার করে পাটকেলঘাটার স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

এ সময় মা এবং পরিবারের লোকজনের গগন বিদারী কান্নায় হাসপাতালের বাতাস ভারী হয়ে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকেলে আসর নামাজের পরপরই শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারত কেন বেজার

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

মব সৃষ্টি করে নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে

এলাকার খবর
Loading...