প্রতিনিধি, সাতক্ষীরা
ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব সিলগালা করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকেই ল্যাবটি বন্ধ রয়েছে। ল্যাবটি জীবাণুমুক্ত হলে আগামী শনিবার থেকে ফের করোনা পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানা যায়।
ল্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসে সোমবার দিনের প্রথম দফা পরীক্ষার ফলাফলে। এ দিন ল্যাবে দেওয়া সব নমুনার রিপোর্ট করোনাভাইরাস পজিটিভ আসে। ল্যাবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ল্যাবের দেয়াল থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ল্যাবটি সিলগালা করে দেয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এরই মধ্যে ল্যাবটি ভাইরাসমুক্ত করার কাজ চলছে। আগামী শনিবার পুনরায় এই ল্যাবে নমুনা পরীক্ষার জন্য চেষ্টা করা হবে। ফল সন্তোষজনক হলে ল্যাব চালু রাখা হবে। ফল সন্তোষজনক না হলে ল্যাবটি আরও দুদিন বন্ধ রাখতে হতে পারে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবটি গত দুই মাস ধরে সাতক্ষীরাসহ যশোর, মাগুরা ও নড়াইলের করোনা পরীক্ষার জন্য একমাত্র ভরসা হিসেবে কাজ করে আসছে। এই ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ৯৪টি নমুনা পরীক্ষার ব্যবস্থা থাকলেও প্রতিদিন দুই বা তিন শিফটে দ্বিগুণের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ দিকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ল্যাবের ফ্রিজে জমে থাকা পাঁচ শতাধিক নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। খুলনা পিসিআর ল্যাব কর্তৃপক্ষ এই নমুনা নিতে রাজি না হওয়ায় নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন থেকে সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে নিয়মিত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছিল।
ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব সিলগালা করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকেই ল্যাবটি বন্ধ রয়েছে। ল্যাবটি জীবাণুমুক্ত হলে আগামী শনিবার থেকে ফের করোনা পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানা যায়।
ল্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসে সোমবার দিনের প্রথম দফা পরীক্ষার ফলাফলে। এ দিন ল্যাবে দেওয়া সব নমুনার রিপোর্ট করোনাভাইরাস পজিটিভ আসে। ল্যাবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ল্যাবের দেয়াল থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ল্যাবটি সিলগালা করে দেয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এরই মধ্যে ল্যাবটি ভাইরাসমুক্ত করার কাজ চলছে। আগামী শনিবার পুনরায় এই ল্যাবে নমুনা পরীক্ষার জন্য চেষ্টা করা হবে। ফল সন্তোষজনক হলে ল্যাব চালু রাখা হবে। ফল সন্তোষজনক না হলে ল্যাবটি আরও দুদিন বন্ধ রাখতে হতে পারে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবটি গত দুই মাস ধরে সাতক্ষীরাসহ যশোর, মাগুরা ও নড়াইলের করোনা পরীক্ষার জন্য একমাত্র ভরসা হিসেবে কাজ করে আসছে। এই ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ৯৪টি নমুনা পরীক্ষার ব্যবস্থা থাকলেও প্রতিদিন দুই বা তিন শিফটে দ্বিগুণের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ দিকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ল্যাবের ফ্রিজে জমে থাকা পাঁচ শতাধিক নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। খুলনা পিসিআর ল্যাব কর্তৃপক্ষ এই নমুনা নিতে রাজি না হওয়ায় নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন থেকে সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে নিয়মিত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছিল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটে আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ২টার দিকে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
১২ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১৫ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
২৮ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
৩০ মিনিট আগে