Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, ১৯ জন কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ২০: ৩২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ২৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল বুধবার সন্ধ্যায় সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েক শ জনকে আসামি করে মামলা করেন।

এই মামলায় গতকাল সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে ১৯ জনকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠান। অন্য চারজনের বয়স কম হওয়ায় শিশু আদালত জামিন দেন।

মামলা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে তাঁর সমর্থকেরা সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে কর্মসূচির ডাক দেন। এর একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা রাস্তার পাশে থাকা ইট–পাটকেল, রড ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে পুলিশ ও পথচারীদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকটি অফিস ভাঙচুর করে। এতে বেশ কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, হামলার ঘটনায় রাজনৈতিক মদদ রয়েছে কি না, তা পুলিশ তদন্ত করে দেখছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত