Ajker Patrika

কাউনিয়ায় গাড়ির ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৩: ৫০
কাউনিয়ায় গাড়ির ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

রংপুরের কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাজুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। আজ রোববার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটে। 

নিহত তাজুল কুড়িগ্রাম সদর উপজেলার গোপালের খামার এলাকার আব্দুস সালামের ছেলে এবং রংপুরের পীরগাছা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। 

জানা যায়, তাজুল ইসলাম এক দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। স্ত্রী-সন্তান ও বাবা-মায়ের সঙ্গে দেখা করে আজ সকালে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল পীরগাছা থানায় ফিরছিলেন। কিন্তু একটি অজ্ঞাত ঘাতক গাড়ি কেড়ে নিল তাঁর প্রাণ। 

নিহত তাজুলের ভাই রেজাউল করিম জানান, তাঁর ভাই তাজুল ২০০৪ সালে পুলিশে যোগদান করেন। আজ সকালে ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মারা যান। 

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম জানান, তাজুল কর্মস্থল থেকে এক দিনের ছুটি নিয়ে শনিবার বিকেলে নিজ বাড়িতে যান। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি। এ সময় বেলা ৮টার দিকে অজ্ঞাত কোনো গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই মারা যান তাজুল। 

কাউনিয়া ফায়ার সার্ভিসের লিডার শাহীন সরকার বলেন, সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিস সদস্যদের রোলকল চলছিল। এ সময় এক অটোচালক এসে জানায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং ঘটনাস্থলে মরদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কাউনিয়া থানায় নিয়ে যাওয়া হয়। 

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কীভাবে দুর্ঘটনা ঘটেছে এবং কোন গাড়ি চাপা দিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত