কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাজুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। আজ রোববার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
নিহত তাজুল কুড়িগ্রাম সদর উপজেলার গোপালের খামার এলাকার আব্দুস সালামের ছেলে এবং রংপুরের পীরগাছা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
জানা যায়, তাজুল ইসলাম এক দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। স্ত্রী-সন্তান ও বাবা-মায়ের সঙ্গে দেখা করে আজ সকালে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল পীরগাছা থানায় ফিরছিলেন। কিন্তু একটি অজ্ঞাত ঘাতক গাড়ি কেড়ে নিল তাঁর প্রাণ।
নিহত তাজুলের ভাই রেজাউল করিম জানান, তাঁর ভাই তাজুল ২০০৪ সালে পুলিশে যোগদান করেন। আজ সকালে ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মারা যান।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম জানান, তাজুল কর্মস্থল থেকে এক দিনের ছুটি নিয়ে শনিবার বিকেলে নিজ বাড়িতে যান। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি। এ সময় বেলা ৮টার দিকে অজ্ঞাত কোনো গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই মারা যান তাজুল।
কাউনিয়া ফায়ার সার্ভিসের লিডার শাহীন সরকার বলেন, সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিস সদস্যদের রোলকল চলছিল। এ সময় এক অটোচালক এসে জানায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং ঘটনাস্থলে মরদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কাউনিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কীভাবে দুর্ঘটনা ঘটেছে এবং কোন গাড়ি চাপা দিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।
রংপুরের কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাজুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। আজ রোববার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
নিহত তাজুল কুড়িগ্রাম সদর উপজেলার গোপালের খামার এলাকার আব্দুস সালামের ছেলে এবং রংপুরের পীরগাছা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
জানা যায়, তাজুল ইসলাম এক দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। স্ত্রী-সন্তান ও বাবা-মায়ের সঙ্গে দেখা করে আজ সকালে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল পীরগাছা থানায় ফিরছিলেন। কিন্তু একটি অজ্ঞাত ঘাতক গাড়ি কেড়ে নিল তাঁর প্রাণ।
নিহত তাজুলের ভাই রেজাউল করিম জানান, তাঁর ভাই তাজুল ২০০৪ সালে পুলিশে যোগদান করেন। আজ সকালে ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মারা যান।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম জানান, তাজুল কর্মস্থল থেকে এক দিনের ছুটি নিয়ে শনিবার বিকেলে নিজ বাড়িতে যান। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি। এ সময় বেলা ৮টার দিকে অজ্ঞাত কোনো গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই মারা যান তাজুল।
কাউনিয়া ফায়ার সার্ভিসের লিডার শাহীন সরকার বলেন, সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিস সদস্যদের রোলকল চলছিল। এ সময় এক অটোচালক এসে জানায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং ঘটনাস্থলে মরদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কাউনিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কীভাবে দুর্ঘটনা ঘটেছে এবং কোন গাড়ি চাপা দিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে।
৫ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
১৩ মিনিট আগেমচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া।
১৬ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় বসেছেন। আজ সোমবার দুপুরে এই আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এর আগে আমরণ অনশনের আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যা...
২১ মিনিট আগে