শিপুল ইসলাম, রংপুর
পৌষের শেষে উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ছয় দিন ধরে সূর্যের দেখা নেই এ অঞ্চলে। গরম কাপড়ের অভাবে শীতার্ত মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধের শিকার হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আরও ৪২ জন।
মৃত ব্যক্তিরা হলেন–রংপুর নগরের তাজহাট এলাকার বাসিন্দা নাসরিন বেগম (৩৫)। তিনি আজ রোববার সকালে মারা যান। এ ছাড়া রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা আমেনা বেগম (৬০)। তিনি গতকাল শনিবার সকালে মারা যান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৩ দিনের ব্যবধানে শীতে আগুন পোহানোসহ গরম পানি ব্যবহার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। ৪৪ জনের মধ্যে গত ২৪ ঘণ্টার ব্যবধানে দুজন মারা যান। ১১ জন বার্ন ইউনিটে এবং সার্জারি, শিশু ও মহিলা ওয়ার্ডে ৩১ জন ভর্তি রয়েছেন।
কুড়িগ্রাম সদর উপজেলার সাজু মিয়ার স্ত্রী ববিতা বেগম (৩৫) আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সাজু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বউটা শীত থাকি বাঁচপের জন্য আগুন পোহার গেছল। কিন্তু আগুন গাওত নাগি পোড়া ওর শরীর পোড়া গেইছে। অ্যালা আধা মরা। আল্লাহ জানে কত দিনে ভালো হইবে। গরিবে এক পেকেও বাঁচোন নাই।’
নীলফামারীর ডিমলা উপজেলার গৃহবধূ খাদিজা বেগমও শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খাদিজা বেগম বলেন, ‘ঠান্ডার কামর সহ্য হয় নাই জন্য আগুনোত গাও তাপার (গরম) করার গেছনু। অল্পের জন্য বাঁচি গেছু। শরীরোত জনটা বাঁচি আছে। আল্লাহর কাছোত শুকরিয়া করোং মোক যে তাড়াতাড়ি ভালো করে।’
লালমনিরহাটের হাতীবান্ধার বাসিন্দা পলি রানী (৩০) বলেন, শীতের তীব্রতায় কখন তাঁর গায়ে আগুন লেগেছ তিনি বলতেই পারেন না।
রমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক ফারুক আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার ও রোববার সকালে অগ্নিদগ্ধ দুজন রোগী মারা গেছেন। মারা যাওয়া দুজনেই নারী। হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধের অধিকাংশই নারী ও শিশু।’
অগ্নিদগ্ধদের কারও ১০ থেকে ৪০ ও ৪০ থেকে ৬০ শতাংশ পুড়ে গেছে জানিয়ে এ চিকিৎসক আরও বলেন, ‘কনকনে শীত থেকে রেহাই পেতে গ্রামাঞ্চলের মানুষজন এখন খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীত বেশি হওয়ায় গরম পানির ব্যবহারও বেড়ে গেছে। এসব করতে গিয়ে অসাবধানতা বসত অগ্নিদগ্ধের মতো দুর্ঘটনা ঘটছে।’
পৌষের শেষে উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ছয় দিন ধরে সূর্যের দেখা নেই এ অঞ্চলে। গরম কাপড়ের অভাবে শীতার্ত মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধের শিকার হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আরও ৪২ জন।
মৃত ব্যক্তিরা হলেন–রংপুর নগরের তাজহাট এলাকার বাসিন্দা নাসরিন বেগম (৩৫)। তিনি আজ রোববার সকালে মারা যান। এ ছাড়া রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা আমেনা বেগম (৬০)। তিনি গতকাল শনিবার সকালে মারা যান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৩ দিনের ব্যবধানে শীতে আগুন পোহানোসহ গরম পানি ব্যবহার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। ৪৪ জনের মধ্যে গত ২৪ ঘণ্টার ব্যবধানে দুজন মারা যান। ১১ জন বার্ন ইউনিটে এবং সার্জারি, শিশু ও মহিলা ওয়ার্ডে ৩১ জন ভর্তি রয়েছেন।
কুড়িগ্রাম সদর উপজেলার সাজু মিয়ার স্ত্রী ববিতা বেগম (৩৫) আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সাজু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বউটা শীত থাকি বাঁচপের জন্য আগুন পোহার গেছল। কিন্তু আগুন গাওত নাগি পোড়া ওর শরীর পোড়া গেইছে। অ্যালা আধা মরা। আল্লাহ জানে কত দিনে ভালো হইবে। গরিবে এক পেকেও বাঁচোন নাই।’
নীলফামারীর ডিমলা উপজেলার গৃহবধূ খাদিজা বেগমও শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খাদিজা বেগম বলেন, ‘ঠান্ডার কামর সহ্য হয় নাই জন্য আগুনোত গাও তাপার (গরম) করার গেছনু। অল্পের জন্য বাঁচি গেছু। শরীরোত জনটা বাঁচি আছে। আল্লাহর কাছোত শুকরিয়া করোং মোক যে তাড়াতাড়ি ভালো করে।’
লালমনিরহাটের হাতীবান্ধার বাসিন্দা পলি রানী (৩০) বলেন, শীতের তীব্রতায় কখন তাঁর গায়ে আগুন লেগেছ তিনি বলতেই পারেন না।
রমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক ফারুক আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার ও রোববার সকালে অগ্নিদগ্ধ দুজন রোগী মারা গেছেন। মারা যাওয়া দুজনেই নারী। হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধের অধিকাংশই নারী ও শিশু।’
অগ্নিদগ্ধদের কারও ১০ থেকে ৪০ ও ৪০ থেকে ৬০ শতাংশ পুড়ে গেছে জানিয়ে এ চিকিৎসক আরও বলেন, ‘কনকনে শীত থেকে রেহাই পেতে গ্রামাঞ্চলের মানুষজন এখন খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীত বেশি হওয়ায় গরম পানির ব্যবহারও বেড়ে গেছে। এসব করতে গিয়ে অসাবধানতা বসত অগ্নিদগ্ধের মতো দুর্ঘটনা ঘটছে।’
পাবনার চাটমোহরে প্রাণের ভিলেজ মিল্ক কালেকশসন সেন্টার থেকে বিপুল ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এ সময় দুধ সংগ্রহ, মজুত ও সরবরাহের দায়ে প্রাণ হাবের তিন কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৪ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরে উন্নত জাতের বীজের ব্র্যান্ডের মোড়কের আড়ালে সাধারণ মানের বীজ কৃষকদের কাছে বিক্রি করে যাচ্ছিল আয়েশা সিড কোম্পানি। আজ সোমবার দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানিটির এমন প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আদালত কোম্পানির মালিক মো. রমজান আলীকে
৪ মিনিট আগেফরিদপুরে ১৩ বছরের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা আসামির জমি বিক্রি করে কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেবেলা তখন ১টা ১৫-এর আশপাশে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিনের ক্লাস শেষ। শিক্ষার্থীরা বের হওয়ার অপেক্ষায়। অনেকে বের হয়েও গেছে। স্কুলের হায়দার আলী ভবনেও একই অবস্থা। তবে কিছু শিক্ষার্থী শ্রেণিশিক্ষকের কাছে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ বিকট শব্দ। কোনো কিছু বোঝার আগেই হা
১৭ মিনিট আগে