Ajker Patrika

এবার ঈদে কাঁচা বাদামের চাহিদা বেশি

নীলফামারী প্রতিনিধি
এবার ঈদে কাঁচা বাদামের চাহিদা বেশি

আসন্ন ঈদকে ঘিরে উত্তরের জনপদ নীলফামারীতে জমে উঠেছে ঈদ বাজার। কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষ, শিশু-কিশোররা। নীলফামারীর সৈয়দপুর শহরে ক্রেতাদের চাপে সকাল থেকে সাহরির পরও শহরের দোকানপাট খোলা থাকছে। বিশেষ করে ইফতারের পর বাজারে গিজগিজ করছে মানুষ। এ বছর থ্রি-পিছে মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে কাঁচা বাদাম। 

সরেজমিনে দেখা গেছে, বিগত দুই বছরে মহামারি করোনার বিপর্যয় কাটিয়ে উঠতে রমজান মাসের শুরু থেকে ক্রেতা আকর্ষণে নানা সাজসজ্জা আর প্রস্তুতি সম্পন্ন করেছে নীলফামারী ও সৈয়দপুর শহরের খুচরা ও পাইকারি পোশাক বিক্রেতারা। ছোট-বড় মার্কেট ও শপিংমলগুলোর ভেতরে পোশাকের সমাহার আর বাইরে রং–বেরংয়ের বাতি। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা নিত্য নতুন কালেকশন নিয়ে পসরা সাজিয়েছে ফ্যাশন হাউস ও মার্কেটগুলো। 

সৈয়দপুর নিউ ক্লথ সুপার মার্কেটের সাজু ক্লথ স্টোরের মালিক সাজু মিয়া জানান, এ বছর ঈদ বাজারে দেশি সুতি থ্রি-পিসের সঙ্গে ভারতীয় অরগেনজা, মেঘা, চান্দ্রিয়া, জয়পুরি এবং পাকিস্তানি সারারা গারারা বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও আছে কাতান, বিবেক ইন্ডিয়ান, বাড়িস, কারচুপি, বালাহার, মটকা, কাশ্মীর কাতান থ্রি-পিস। 

নীলফামারী পৌর মার্কেটে ঈদ বাজার করতে আসা কলেজ শিক্ষার্থী মায়মুনা আকতার ও সোমানা জামান বলেন, বিগত দুই বছর ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারিনি। এ সপ্তাহে বেশ কয়েকবার একাধিক মার্কেটে শপিং করতে এসেছি। কারণ শেষদিকে অনেক ভিড় হয়। তাই ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা শেষ করতে চাই। কিন্তু এ বছর সব জিনিস পত্রের দাম একটু বেশি মনে হচ্ছে। তারা কাঁচা বাদাম নামে থ্রি-পিচ ক্রয় করেছে বলে এ প্রতিনিধিকে জানান। 

সৈয়দপুর শহরের বাবুপাড়া থেকে পরিবার নিয়ে আসা ক্রেতা আজমল হোসেন জানান, চলতি সপ্তাহে নিজের ও আত্মীয়স্বজনের জন্য কেনাকাটা শেষ করতে চাই। মেয়ের জন্য নিয়েছেন লেহেঙ্গা। তিনি জানান, ভালো-সুন্দর কালেকশন শেষ হয়ে যাবে তাই আগে ভাগে পোশাক কিনে নিয়েছি। এ ছাড়া ভারতীয় কাপড়ের ডিজাইন ও রং ভালো লাগলেও দাম কিছুটা বেশি মনে হয়েছে বলে তিনি নিয়েছেন দেশি সুতি থ্রি-পিস। 

পৌর মার্কেটের মামুন ক্লথ স্টোরের সেলসম্যান আরমান আলী জানান, গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের সামর্থ্যের মধ্যেই পড়ে এমন দামেই কাপড় বিক্রি করছেন। তবে পাকিস্তানি সারারা গারারা, কাঁচা বাদাম, কাতান, বিবেক ইন্ডিয়ান থ্রি-পিচ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি। শাড়ির মধ্যে বেশি বিক্রি হচ্ছে খাড্ডি বেনারসি, চেন্নাই সিল্ক, নতুন কানজিবরণ, বুটিক, ক্রেপসি, মন্দানি ও মহারাষ্ট্র। এ ছাড়া লেহেঙ্গার চাহিদাও বেড়েছে বেশ। 

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, আমরা জনগণের জানমাল রক্ষার জন্য সব সময় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন বিপণিবিতান, দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সব সময় টহল দিচ্ছে। যানজট নিরসনেও বিভিন্ন পয়েন্টে কাজ করছে ট্রাফিক পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

যারা একাত্তরে ফিরতে চায়, তারা চব্বিশ অস্বীকার করে: নাহিদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত