নীলফামারী প্রতিনিধি
আসন্ন ঈদকে ঘিরে উত্তরের জনপদ নীলফামারীতে জমে উঠেছে ঈদ বাজার। কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষ, শিশু-কিশোররা। নীলফামারীর সৈয়দপুর শহরে ক্রেতাদের চাপে সকাল থেকে সাহরির পরও শহরের দোকানপাট খোলা থাকছে। বিশেষ করে ইফতারের পর বাজারে গিজগিজ করছে মানুষ। এ বছর থ্রি-পিছে মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে কাঁচা বাদাম।
সরেজমিনে দেখা গেছে, বিগত দুই বছরে মহামারি করোনার বিপর্যয় কাটিয়ে উঠতে রমজান মাসের শুরু থেকে ক্রেতা আকর্ষণে নানা সাজসজ্জা আর প্রস্তুতি সম্পন্ন করেছে নীলফামারী ও সৈয়দপুর শহরের খুচরা ও পাইকারি পোশাক বিক্রেতারা। ছোট-বড় মার্কেট ও শপিংমলগুলোর ভেতরে পোশাকের সমাহার আর বাইরে রং–বেরংয়ের বাতি। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা নিত্য নতুন কালেকশন নিয়ে পসরা সাজিয়েছে ফ্যাশন হাউস ও মার্কেটগুলো।
সৈয়দপুর নিউ ক্লথ সুপার মার্কেটের সাজু ক্লথ স্টোরের মালিক সাজু মিয়া জানান, এ বছর ঈদ বাজারে দেশি সুতি থ্রি-পিসের সঙ্গে ভারতীয় অরগেনজা, মেঘা, চান্দ্রিয়া, জয়পুরি এবং পাকিস্তানি সারারা গারারা বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও আছে কাতান, বিবেক ইন্ডিয়ান, বাড়িস, কারচুপি, বালাহার, মটকা, কাশ্মীর কাতান থ্রি-পিস।
নীলফামারী পৌর মার্কেটে ঈদ বাজার করতে আসা কলেজ শিক্ষার্থী মায়মুনা আকতার ও সোমানা জামান বলেন, বিগত দুই বছর ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারিনি। এ সপ্তাহে বেশ কয়েকবার একাধিক মার্কেটে শপিং করতে এসেছি। কারণ শেষদিকে অনেক ভিড় হয়। তাই ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা শেষ করতে চাই। কিন্তু এ বছর সব জিনিস পত্রের দাম একটু বেশি মনে হচ্ছে। তারা কাঁচা বাদাম নামে থ্রি-পিচ ক্রয় করেছে বলে এ প্রতিনিধিকে জানান।
সৈয়দপুর শহরের বাবুপাড়া থেকে পরিবার নিয়ে আসা ক্রেতা আজমল হোসেন জানান, চলতি সপ্তাহে নিজের ও আত্মীয়স্বজনের জন্য কেনাকাটা শেষ করতে চাই। মেয়ের জন্য নিয়েছেন লেহেঙ্গা। তিনি জানান, ভালো-সুন্দর কালেকশন শেষ হয়ে যাবে তাই আগে ভাগে পোশাক কিনে নিয়েছি। এ ছাড়া ভারতীয় কাপড়ের ডিজাইন ও রং ভালো লাগলেও দাম কিছুটা বেশি মনে হয়েছে বলে তিনি নিয়েছেন দেশি সুতি থ্রি-পিস।
পৌর মার্কেটের মামুন ক্লথ স্টোরের সেলসম্যান আরমান আলী জানান, গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের সামর্থ্যের মধ্যেই পড়ে এমন দামেই কাপড় বিক্রি করছেন। তবে পাকিস্তানি সারারা গারারা, কাঁচা বাদাম, কাতান, বিবেক ইন্ডিয়ান থ্রি-পিচ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি। শাড়ির মধ্যে বেশি বিক্রি হচ্ছে খাড্ডি বেনারসি, চেন্নাই সিল্ক, নতুন কানজিবরণ, বুটিক, ক্রেপসি, মন্দানি ও মহারাষ্ট্র। এ ছাড়া লেহেঙ্গার চাহিদাও বেড়েছে বেশ।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, আমরা জনগণের জানমাল রক্ষার জন্য সব সময় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন বিপণিবিতান, দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সব সময় টহল দিচ্ছে। যানজট নিরসনেও বিভিন্ন পয়েন্টে কাজ করছে ট্রাফিক পুলিশ।
আসন্ন ঈদকে ঘিরে উত্তরের জনপদ নীলফামারীতে জমে উঠেছে ঈদ বাজার। কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষ, শিশু-কিশোররা। নীলফামারীর সৈয়দপুর শহরে ক্রেতাদের চাপে সকাল থেকে সাহরির পরও শহরের দোকানপাট খোলা থাকছে। বিশেষ করে ইফতারের পর বাজারে গিজগিজ করছে মানুষ। এ বছর থ্রি-পিছে মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে কাঁচা বাদাম।
সরেজমিনে দেখা গেছে, বিগত দুই বছরে মহামারি করোনার বিপর্যয় কাটিয়ে উঠতে রমজান মাসের শুরু থেকে ক্রেতা আকর্ষণে নানা সাজসজ্জা আর প্রস্তুতি সম্পন্ন করেছে নীলফামারী ও সৈয়দপুর শহরের খুচরা ও পাইকারি পোশাক বিক্রেতারা। ছোট-বড় মার্কেট ও শপিংমলগুলোর ভেতরে পোশাকের সমাহার আর বাইরে রং–বেরংয়ের বাতি। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা নিত্য নতুন কালেকশন নিয়ে পসরা সাজিয়েছে ফ্যাশন হাউস ও মার্কেটগুলো।
সৈয়দপুর নিউ ক্লথ সুপার মার্কেটের সাজু ক্লথ স্টোরের মালিক সাজু মিয়া জানান, এ বছর ঈদ বাজারে দেশি সুতি থ্রি-পিসের সঙ্গে ভারতীয় অরগেনজা, মেঘা, চান্দ্রিয়া, জয়পুরি এবং পাকিস্তানি সারারা গারারা বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও আছে কাতান, বিবেক ইন্ডিয়ান, বাড়িস, কারচুপি, বালাহার, মটকা, কাশ্মীর কাতান থ্রি-পিস।
নীলফামারী পৌর মার্কেটে ঈদ বাজার করতে আসা কলেজ শিক্ষার্থী মায়মুনা আকতার ও সোমানা জামান বলেন, বিগত দুই বছর ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারিনি। এ সপ্তাহে বেশ কয়েকবার একাধিক মার্কেটে শপিং করতে এসেছি। কারণ শেষদিকে অনেক ভিড় হয়। তাই ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা শেষ করতে চাই। কিন্তু এ বছর সব জিনিস পত্রের দাম একটু বেশি মনে হচ্ছে। তারা কাঁচা বাদাম নামে থ্রি-পিচ ক্রয় করেছে বলে এ প্রতিনিধিকে জানান।
সৈয়দপুর শহরের বাবুপাড়া থেকে পরিবার নিয়ে আসা ক্রেতা আজমল হোসেন জানান, চলতি সপ্তাহে নিজের ও আত্মীয়স্বজনের জন্য কেনাকাটা শেষ করতে চাই। মেয়ের জন্য নিয়েছেন লেহেঙ্গা। তিনি জানান, ভালো-সুন্দর কালেকশন শেষ হয়ে যাবে তাই আগে ভাগে পোশাক কিনে নিয়েছি। এ ছাড়া ভারতীয় কাপড়ের ডিজাইন ও রং ভালো লাগলেও দাম কিছুটা বেশি মনে হয়েছে বলে তিনি নিয়েছেন দেশি সুতি থ্রি-পিস।
পৌর মার্কেটের মামুন ক্লথ স্টোরের সেলসম্যান আরমান আলী জানান, গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের সামর্থ্যের মধ্যেই পড়ে এমন দামেই কাপড় বিক্রি করছেন। তবে পাকিস্তানি সারারা গারারা, কাঁচা বাদাম, কাতান, বিবেক ইন্ডিয়ান থ্রি-পিচ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি। শাড়ির মধ্যে বেশি বিক্রি হচ্ছে খাড্ডি বেনারসি, চেন্নাই সিল্ক, নতুন কানজিবরণ, বুটিক, ক্রেপসি, মন্দানি ও মহারাষ্ট্র। এ ছাড়া লেহেঙ্গার চাহিদাও বেড়েছে বেশ।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, আমরা জনগণের জানমাল রক্ষার জন্য সব সময় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন বিপণিবিতান, দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সব সময় টহল দিচ্ছে। যানজট নিরসনেও বিভিন্ন পয়েন্টে কাজ করছে ট্রাফিক পুলিশ।
ভোলার লালমোহনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল ও সামুদ্রিক মাছসহ ৭টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
১৮ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে শহিদুল নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। কিশোরগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।
২২ মিনিট আগেরাজশাহীতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে গ্রেপ্তার হয়েছেন আট মামলার পলাতক এক আসামি। তাঁর নাম রেজাউন-নবী আল মামুন (৫৫)। তিনি রাজশাহী সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আওয়ামী লীগ কর্মী মামুন ডিশ ব্যবসায়ী। মামুনের বাড়ি নগরের দড়িখড়বোনা এলাকায়।
২৫ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় চাঁদপুরগামী আন্তনগর মেঘনা এক্সপ্রেসের নিচে তিনি কাটা পড়েন। নিহত ব্যক্তির নাম রেহান উদ্দিন সোহাগ (৫০)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুরের আবুল কাশেমের...
২৭ মিনিট আগে