Ajker Patrika

ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে শিশু নিয়ে উধাও নারী

ঠাকুরগাঁও প্রতিনিধি
সিসিটিভি ফুটেজে ধরা পড়া শিশু নিয়ে পালিয়ে যাওয়া নারী। ছবি: সংগৃহীত
সিসিটিভি ফুটেজে ধরা পড়া শিশু নিয়ে পালিয়ে যাওয়া নারী। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি হয় আড়াই মাস বয়সী ওই শিশু।

ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ওই শিশু সায়ানকে দুই দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটির বাবা শিমুল হোসেনের বাড়ি সদর উপজেলার মনসুরহাট গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকেই এক অচেনা নারী শিশুটির পাশে ছিলেন। তিনি সারা দিন ধরে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন এবং বিভিন্নভাবে সাহায্য করেন। বাচ্চার ডায়াপার পরিবর্তন করা, ওষুধ খাওয়ানো—সব কাজেই এগিয়ে আসেন তিনি।

শিশুটির মা বলেন, ‘মহিলাকে দেখে কোনোভাবেই সন্দেহ হয়নি। তিনি এত আন্তরিক ছিলেন যে, আমরা তাকে বিশ্বাস করেছিলাম। সন্ধ্যার দিকে আমি পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গিয়েছিলাম। আমার মাও সঙ্গে ছিলেন। ফিরে এসে দেখি, সায়ান আর সেই মহিলা কেউই নেই।’

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন। ফুটেজে তাঁর মুখ স্পষ্টভাবে দেখা গেছে। এই ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিবুল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা পুলিশকে জানিয়েছি এবং শিশুটিকে উদ্ধারের জন্য সব ধরনের সহযোগিতা করছি।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, ‘শিশুটিকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। হাসপাতাল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত