Ajker Patrika

হাজী দানেশের সমাধিতে হাবিপ্রবির ভিসির শ্রদ্ধা

দিনাজপুর প্রতিনিধি
Thumbnail image
হাজী দানেশের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন হাবিপ্রবির ভিসি মো. এনামউল্যা। ছবি: আজকের পত্রিকা

তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন।

সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় ভিসির সঙ্গে উপস্থিত ছিলেন হাবিপ্রবির বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর মো. শামসুজ্জোহা, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক খাদেমুল ইসলাম প্রমুখ। এ সময় কয়েকজন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক মো. এনামউল্যা দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অষ্টম ভাইস চ্যান্সেলর হিসেবে ২৩ অক্টোবর যোগদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত