গাইবান্ধা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গাইবান্ধা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মো. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় আবুল কালাম আজাদকে গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ (চৌকি) আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেন অনুসন্ধান কমিটি।
তলবের আদেশে বলা হয়, রোববার গোবিন্দগঞ্জ উপজেলার বাইগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সবাইকে ভূরিভোজ করানো হয়। সেখানে ভোটারদের জন্য চারটি চুলায় চার মণ চাল ও এক মণ মুরগির মাংসের খিচুড়ি রান্না হয়। এ নির্বাচনী সভায় বক্তব্য দেন নৌকার মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এর আগে গাইবান্ধা-৪ আসনের একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে গত ১ ও ২ ডিসেম্বর উপজেলার শুমানিগঞ্জ ইউনিয়নে ও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার নামে নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার চালিয়েছেন আবুল কালাম আজাদ। এ ছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে সভা ও সমাবেশ করা হয়। ভোট নেওয়ার নির্ধারিত ৩ সপ্তাহের আগে নির্বাচনী প্রচারণা করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। সে সময় গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ (চৌকি) আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেন গাইবান্ধা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মো. মামুনুর রশিদ।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গোবিন্দগঞ্জ উপজেলার বাইগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত রোববার নির্বাচনী অনুষ্ঠানে সভা অনুষ্ঠিত হয়। সেখানকার খাওয়া-দাওয়ার ঘটনায় আমাকে শোকজ করা হয়েছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গাইবান্ধা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মো. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় আবুল কালাম আজাদকে গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ (চৌকি) আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেন অনুসন্ধান কমিটি।
তলবের আদেশে বলা হয়, রোববার গোবিন্দগঞ্জ উপজেলার বাইগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সবাইকে ভূরিভোজ করানো হয়। সেখানে ভোটারদের জন্য চারটি চুলায় চার মণ চাল ও এক মণ মুরগির মাংসের খিচুড়ি রান্না হয়। এ নির্বাচনী সভায় বক্তব্য দেন নৌকার মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এর আগে গাইবান্ধা-৪ আসনের একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে গত ১ ও ২ ডিসেম্বর উপজেলার শুমানিগঞ্জ ইউনিয়নে ও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার নামে নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার চালিয়েছেন আবুল কালাম আজাদ। এ ছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে সভা ও সমাবেশ করা হয়। ভোট নেওয়ার নির্ধারিত ৩ সপ্তাহের আগে নির্বাচনী প্রচারণা করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। সে সময় গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ (চৌকি) আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেন গাইবান্ধা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মো. মামুনুর রশিদ।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গোবিন্দগঞ্জ উপজেলার বাইগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত রোববার নির্বাচনী অনুষ্ঠানে সভা অনুষ্ঠিত হয়। সেখানকার খাওয়া-দাওয়ার ঘটনায় আমাকে শোকজ করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
৪৪ মিনিট আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে