Ajker Patrika

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
Thumbnail image

রংপুরের পীরগাছায় ছাগলের বাচ্চা বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় ফজিলা বেগম (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ইছলারপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ফজিলা বেগম উপজেলা কৈকুড়ী ইউনিয়নের মকরমপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী ও এক সন্তানের জননী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজিলা বেগমের একটি ছাগলের বাচ্চা রেল লাইনের ওপর ওঠে। ফজিলা ওই বাচ্চাকে বাঁচাতে গেলে ট্রেনে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ফজিলা বেগম ও ছাগলের বাচ্চাটি মারা যান। 

স্থানীয় কৈকুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ছাগলের বাচ্চা বাঁচাতে গিয়ে ফজিলা বেগম মারা গেছেন। 

এ বিষয়ে জানতে চাইলে বোনারপাড়া রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত