রংপুর প্রতিনিধি
পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বর্তমান পরিস্থিতির জন্য সবাইকে ধৈর্য ধারণের করতে বলেন। দেশের উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে বলেও উল্লেখ করেন তিনি।
ইসকন ইস্যুতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি মন্তব্য করে উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে। দেশের মিডিয়াগুলো সত্য তথ্যগুলো তুলে ধরে কাউন্টার দিলেই অনেকটাই সমস্যা সমাধান হয়ে যাবে।’
আবু সাঈদ হত্যা মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই মামলা শুনানি দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। এই মামলার সঙ্গে জড়িত কাউকেই কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।’
উপদেষ্টা আরও বলেন, ‘জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢালাও মিথ্যা মামলা দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি তদন্ত করে এই মামলাগুলো দেখবে।’
এ সফরে আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বর্তমান পরিস্থিতির জন্য সবাইকে ধৈর্য ধারণের করতে বলেন। দেশের উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে বলেও উল্লেখ করেন তিনি।
ইসকন ইস্যুতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি মন্তব্য করে উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে। দেশের মিডিয়াগুলো সত্য তথ্যগুলো তুলে ধরে কাউন্টার দিলেই অনেকটাই সমস্যা সমাধান হয়ে যাবে।’
আবু সাঈদ হত্যা মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই মামলা শুনানি দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। এই মামলার সঙ্গে জড়িত কাউকেই কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।’
উপদেষ্টা আরও বলেন, ‘জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢালাও মিথ্যা মামলা দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি তদন্ত করে এই মামলাগুলো দেখবে।’
এ সফরে আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৫ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৫ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে