Ajker Patrika

শিশু ধর্ষণ মামলায় নীলফামারীতে একজনের যাবজ্জীবন 

নীলফামারী প্রতিনিধি
শিশু ধর্ষণ মামলায় নীলফামারীতে একজনের যাবজ্জীবন 

নীলফামারীতে ১২ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলায় জাবেদ আলী (৬০) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড হয়েছে। 

আজ বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম সারোয়ারের আদালত এই রায় প্রদান করেন। একই সঙ্গে মামলার আরেকটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

আদালতের বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধণ বাপ্পী রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত জাবেদ আলী জেলা সদরের সুটিপাড়া গ্রামের বকসিপাড়ার বাসিন্দা এবং দিনাজপুর জেলার কোতোয়ালি থানার ঘাসিপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। এলাকায় শিশুদের পোশাক ফেরি করে বিক্রি করতেন তিনি। রায় প্রদানের পর তাকে কারাগারে পাঠানো হয়। 

মামলার তথ্যমতে, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর ভুক্তভোগী ওই শিশু জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের সুটিপাড়ার তার খালুর মুদি দোকানে অবস্থান করছিল। এ সময় দোকানের সামনে থেকে ফেরিওয়ালা জাবেদ আলী ওই শিশুকে বাইসাইকেল কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সুটিপাড়ার ভাড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী জাবেদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত