Ajker Patrika

চাঁদাবাজির মামলায় সাবেক এমপি দবিরুল কারাগারে 

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৭: ২২
Thumbnail image

১০ কোটি টাকা চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও–২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের আদালত এ আদেশ দেন। 

এদিন দুপুরে আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা জাকারিয়া মণ্ডল। অন্যদিকে আসামির জামিন আবেদন করেন তাঁর আইনজীবী। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আব্দুল ওয়াহেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের বিরুদ্ধে হাবিবুল ইসলাম বাবলু নামে এক ব্যক্তি ১০ কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তারের পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘এ মামলায় তাঁর বড় ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনও কারাগারে আছেন।’ 

মামলার অভিযোগে বলা হয়, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি মৌজায় প্রায় ৯০ একর জমি কিনে ভোগদখল করে আসছেন হাবিবুল ইসলাম বাবলু। এর মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, মাজহারুল ইসলাম সুজনসহ আসামিরা বাদীর কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। 

চাঁদাবাজির মামলায় সাবেক এমপি দবিরুল কারাগারে। ছবি: আজকের পত্রিকাপরে গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তাঁর বড় ছেলে মাজহারুল ইসলাম সুজনসহ ২৮ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন ভুক্তভোগী। 

এ মামলায় দবিরুলের ছোট ছেলে ছাত্রলীগের সাবেক নেতা মমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আকালু ডোঙ্গা, একই উপজেলার তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শামীমকে আসামি করা হয়। 

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগের এক নেতার বাড়ি থেকে দবিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত