ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ কোটি টাকা চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও–২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের আদালত এ আদেশ দেন।
এদিন দুপুরে আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা জাকারিয়া মণ্ডল। অন্যদিকে আসামির জামিন আবেদন করেন তাঁর আইনজীবী। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আব্দুল ওয়াহেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের বিরুদ্ধে হাবিবুল ইসলাম বাবলু নামে এক ব্যক্তি ১০ কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তারের পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এ মামলায় তাঁর বড় ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনও কারাগারে আছেন।’
মামলার অভিযোগে বলা হয়, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি মৌজায় প্রায় ৯০ একর জমি কিনে ভোগদখল করে আসছেন হাবিবুল ইসলাম বাবলু। এর মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, মাজহারুল ইসলাম সুজনসহ আসামিরা বাদীর কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন।
পরে গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তাঁর বড় ছেলে মাজহারুল ইসলাম সুজনসহ ২৮ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন ভুক্তভোগী।
এ মামলায় দবিরুলের ছোট ছেলে ছাত্রলীগের সাবেক নেতা মমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আকালু ডোঙ্গা, একই উপজেলার তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শামীমকে আসামি করা হয়।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগের এক নেতার বাড়ি থেকে দবিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
১০ কোটি টাকা চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও–২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের আদালত এ আদেশ দেন।
এদিন দুপুরে আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা জাকারিয়া মণ্ডল। অন্যদিকে আসামির জামিন আবেদন করেন তাঁর আইনজীবী। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আব্দুল ওয়াহেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের বিরুদ্ধে হাবিবুল ইসলাম বাবলু নামে এক ব্যক্তি ১০ কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তারের পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এ মামলায় তাঁর বড় ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনও কারাগারে আছেন।’
মামলার অভিযোগে বলা হয়, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি মৌজায় প্রায় ৯০ একর জমি কিনে ভোগদখল করে আসছেন হাবিবুল ইসলাম বাবলু। এর মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, মাজহারুল ইসলাম সুজনসহ আসামিরা বাদীর কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন।
পরে গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তাঁর বড় ছেলে মাজহারুল ইসলাম সুজনসহ ২৮ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন ভুক্তভোগী।
এ মামলায় দবিরুলের ছোট ছেলে ছাত্রলীগের সাবেক নেতা মমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আকালু ডোঙ্গা, একই উপজেলার তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শামীমকে আসামি করা হয়।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগের এক নেতার বাড়ি থেকে দবিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
৪ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
৪ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
৪ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
৪ ঘণ্টা আগে