বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে একটি দোকানঘর ভাড়াকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বদরগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তিন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রংপুর জেলা বিএনপি।
তাঁরা হলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক।
বদরগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, থানাপাড়ার জাহিদুল হক পৌর শহরের শহীদ মিনার এলাকায় ইসতিয়াক বাবু নামে এক ব্যক্তির একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘ বছর ধরে ব্যবসা করে আসছেন। ওই দোকানের ভাড়ার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত আছে। মেয়াদ থাকা অবস্থায় সেই দোকান ফেরত চান ইসতিয়াক বাবু। কিন্তু মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সেই দোকান ফেরত দিতে নারাজ জাহিদুল হক।
ইসতিয়াক বাবু বিএনপির একটি গ্রুপকে ভাড়া করে গত বুধবার সন্ধ্যায় জাহিদুলের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। ওই সময় জাহিদুলকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে জাহিদুলের পক্ষে অবস্থান নেন কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক এবং বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সরওয়ার জাহান মানিক।
আজ শনিবার বেলা ১১টার দিকে তাঁরা ব্যবসায়ী ও সাধারণ জনতার ব্যানারে মানববন্ধনে আয়োজন করেন শহীদ মিনারে। মানববন্ধন শুরুর মুহূর্তে ব্যানার ছিঁড়ে ফেলে বিএনপির আরেকটি গ্রুপ। অভিযোগ উঠেছে, ওই পক্ষকে সমর্থন জুগিয়েছেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার।
এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে রেফার্ড করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁরা হলেন কাঁচা বাড়ির ময়নাল হোসেন (২৫), পৌর শহরের পাঠানপাড়া গ্রামের মোন্নাফ হোসেন (৫০), কাঁচাবাড়ি শাহাপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৫৫), বৈরামপুর গ্রামের মোক্তারুল ইসলাম (৫২) ও রাজরামপুর গ্রামের লাভলু মিয়া (৫০)। এঁদের মধ্যে মোন্নাফ ছাড়া সবারই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রশান্ত রায় বলেন, বদরগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিতে পাঁচজনেই এসেছিলেন। পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঢেউটিন ব্যবসায়ী জাহিদুল হক বলেন, ‘২০২৮ সাল পর্যন্ত দোকানের মেয়াদ আছে। কিন্তু তার আগে ঘর মালিক আমাকে বেরিয়ে যেতে বলেন। বেরিয়ে না যাওয়ায় বিএনপির একটি গ্রুপকে ভাড়া করে আমার দোকানে হামলা চালান দোকানঘর মালিক।’
দোকানঘর মালিক ইসতিয়াক বাবু বলেন, ‘আমার দোকানের মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। কিন্তু আমার স্বাক্ষর জাল করে মেয়াদ বাড়ানো হয়েছে।’
কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক বলেন, ‘গত বুধবার দিবাগত সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীরের বাড়ি থেকে তার সাঙ্গপাঙ্গরা ধারালো অস্ত্র হাতে নিয়ে অন্যায়ভাবে একজন ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে টাকা লুট করেছে। এর প্রতিবাদে আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আমরা ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছিলাম। কিন্তু সেখানেও মোহাম্মদ আলীর লোকজন এসে ব্যানার ছিঁড়ে ফেলে।’
এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার বলেন, ‘ওই ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কিংবা আমার কোনো পরিবারের সদস্য এর সঙ্গে জড়িত না।’
বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে একটি দোকানঘর ভাড়াকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বদরগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তিন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রংপুর জেলা বিএনপি।
তাঁরা হলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক।
বদরগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, থানাপাড়ার জাহিদুল হক পৌর শহরের শহীদ মিনার এলাকায় ইসতিয়াক বাবু নামে এক ব্যক্তির একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘ বছর ধরে ব্যবসা করে আসছেন। ওই দোকানের ভাড়ার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত আছে। মেয়াদ থাকা অবস্থায় সেই দোকান ফেরত চান ইসতিয়াক বাবু। কিন্তু মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সেই দোকান ফেরত দিতে নারাজ জাহিদুল হক।
ইসতিয়াক বাবু বিএনপির একটি গ্রুপকে ভাড়া করে গত বুধবার সন্ধ্যায় জাহিদুলের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। ওই সময় জাহিদুলকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে জাহিদুলের পক্ষে অবস্থান নেন কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক এবং বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সরওয়ার জাহান মানিক।
আজ শনিবার বেলা ১১টার দিকে তাঁরা ব্যবসায়ী ও সাধারণ জনতার ব্যানারে মানববন্ধনে আয়োজন করেন শহীদ মিনারে। মানববন্ধন শুরুর মুহূর্তে ব্যানার ছিঁড়ে ফেলে বিএনপির আরেকটি গ্রুপ। অভিযোগ উঠেছে, ওই পক্ষকে সমর্থন জুগিয়েছেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার।
এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে রেফার্ড করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁরা হলেন কাঁচা বাড়ির ময়নাল হোসেন (২৫), পৌর শহরের পাঠানপাড়া গ্রামের মোন্নাফ হোসেন (৫০), কাঁচাবাড়ি শাহাপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৫৫), বৈরামপুর গ্রামের মোক্তারুল ইসলাম (৫২) ও রাজরামপুর গ্রামের লাভলু মিয়া (৫০)। এঁদের মধ্যে মোন্নাফ ছাড়া সবারই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রশান্ত রায় বলেন, বদরগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিতে পাঁচজনেই এসেছিলেন। পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঢেউটিন ব্যবসায়ী জাহিদুল হক বলেন, ‘২০২৮ সাল পর্যন্ত দোকানের মেয়াদ আছে। কিন্তু তার আগে ঘর মালিক আমাকে বেরিয়ে যেতে বলেন। বেরিয়ে না যাওয়ায় বিএনপির একটি গ্রুপকে ভাড়া করে আমার দোকানে হামলা চালান দোকানঘর মালিক।’
দোকানঘর মালিক ইসতিয়াক বাবু বলেন, ‘আমার দোকানের মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। কিন্তু আমার স্বাক্ষর জাল করে মেয়াদ বাড়ানো হয়েছে।’
কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক বলেন, ‘গত বুধবার দিবাগত সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীরের বাড়ি থেকে তার সাঙ্গপাঙ্গরা ধারালো অস্ত্র হাতে নিয়ে অন্যায়ভাবে একজন ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে টাকা লুট করেছে। এর প্রতিবাদে আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আমরা ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছিলাম। কিন্তু সেখানেও মোহাম্মদ আলীর লোকজন এসে ব্যানার ছিঁড়ে ফেলে।’
এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার বলেন, ‘ওই ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কিংবা আমার কোনো পরিবারের সদস্য এর সঙ্গে জড়িত না।’
বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। যার কোনোটিই বাস্তবায়ন হয়নি। সর্বশেষ বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ‘একক বাস কোম্পানি’ হিসেবে নগর পরিবহন চালু করেছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। কিন্তু এই সেবাও সড়কে দীর্ঘস্থায়ী হচ্ছে না। এক রুট চালু হচ্ছে তো,
১ ঘণ্টা আগেসাতক্ষীরায় বাগদা চিংড়ির ঘেরে মড়ক লেগেছে। এতে দিশেহারা চাষিরা। বছরের শুরুতে মড়ক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মরার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি, ঘেরে পানি কমে যাওয়ায় দাবদাহে মরে যাচ্ছে মাছ।
২ ঘণ্টা আগেসাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে পদে পদে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নামজারি, নাম সংশোধনসহ ভূমি-সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে পকেট কাটা হচ্ছে সেবাপ্রার্থীদের। এই ঘুষ-বাণিজ্যের হোতা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজ হোসেন, সায়রাত সহকারী আব্দুল
২ ঘণ্টা আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী—দুই উপজেলার গ্রামবাসী। ৭ বছর ধরে বন্য হাতির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। তবে গতকাল রোববার ভোরে হাতিগুলো নিজেরাই বাঁশখালীর বনে ফিরে গেছে বলে দাবি করেছে বন বিভাগ।
২ ঘণ্টা আগে