Ajker Patrika

কালীগঞ্জে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সংখ্যালঘুদের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২২: ১৫
কালীগঞ্জে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সংখ্যালঘুদের মানববন্ধন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজুর বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।

মঙ্গলবার দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে (নামুড়ি-কাকিনা আঞ্চলিক সড়ক) তাঁরা কর্মসূচি পালন করেন। উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। 

কর্মসূচিতে বক্তারা দাবি করে বলেন, বিশেষ প্রতীকে ভোট না দিলে তাঁদের পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজু। তাঁর পক্ষে কাজ করতে অস্বীকৃতি জানালে হিন্দু পরিবারের লোকজনকে মারধর করেন ওই প্রার্থীর লোকজন। 

স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজু ওই হিন্দুপল্লিতে এসে তাঁকে ভোট প্রদান ও তাঁর পক্ষে নির্বাচনী কাজ করতে আহ্বান জানান। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে আহত হন তপন কুমার নামে এক ব্যক্তি। এ বিষয়ে আহত তপন কুমারের বাবা উপিন চন্দ্র কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত