ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খোশলপুর গ্রামে সালিসে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ওয়াসীম আলী (৪০) ওই এলাকার ওয়াজেদ আলীর ছেলে।
আজ শনিবার বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার ফজলার রহমান (২৮), ফসিউর রহমান (২৫), সেলিম মিঞা (৩৬), ফরহাদ হোসেন (৩৮), খোকন মিঞা (৩২) ইসমাইল হোসেন (২৮) এবং একই এলাকার এক কিশোর।
স্থানীয়দের বরাতে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়াসীমের ছোট বোনকে খোশলপুর গ্রামের সেলিম রানা মারপিট করেন। এ নিয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সালিস ডাকা হয়। সালিসে উভয় পক্ষ অংশগ্রহণ করেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ওয়াসীম আলীর বুকে ছুরিকাঘাত করেন প্রতিপক্ষরা। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুপক্ষের ছয়জন আহত হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় নিহতের বাবা ওয়াজেদ আলী বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক আছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর বাইরে কিছুই বলা যাচ্ছে না।
দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খোশলপুর গ্রামে সালিসে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ওয়াসীম আলী (৪০) ওই এলাকার ওয়াজেদ আলীর ছেলে।
আজ শনিবার বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার ফজলার রহমান (২৮), ফসিউর রহমান (২৫), সেলিম মিঞা (৩৬), ফরহাদ হোসেন (৩৮), খোকন মিঞা (৩২) ইসমাইল হোসেন (২৮) এবং একই এলাকার এক কিশোর।
স্থানীয়দের বরাতে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়াসীমের ছোট বোনকে খোশলপুর গ্রামের সেলিম রানা মারপিট করেন। এ নিয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সালিস ডাকা হয়। সালিসে উভয় পক্ষ অংশগ্রহণ করেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ওয়াসীম আলীর বুকে ছুরিকাঘাত করেন প্রতিপক্ষরা। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুপক্ষের ছয়জন আহত হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় নিহতের বাবা ওয়াজেদ আলী বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক আছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর বাইরে কিছুই বলা যাচ্ছে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামিকে গুলি করে এবং কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে নগরের বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবরগুনার বেতাগীতে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে সাত লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মো. মশিউর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। তিনি বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম।
১ ঘণ্টা আগেমেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চে রাষ্ট্রপক্ষ থেকে পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে এ শুনানি শুরু হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর খিলক্ষেতের দোকানপাটে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন মনির হোসেন লিটন ও আব্দুর রহিম। খিলক্ষেত এলাকা থেকে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাঁদের আটক করে সেনাবাহিনী। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য দুই চাঁদাবাজকে খিলক্ষেত...
১ ঘণ্টা আগে