Ajker Patrika

দিনাজপুরে কনস্টেবল নিয়োগে জালিয়াতি, গ্রেপ্তার ১৭

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ৩৯
দিনাজপুরে কনস্টেবল নিয়োগে জালিয়াতি, গ্রেপ্তার ১৭

দিনাজপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে পরীক্ষার্থী ও প্রতারক চক্রের ১৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের ছয়টি অ্যাডমিট কার্ড, ১০০ টাকার মূল্যমানের নয়টি নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের চারটি ফাঁকা চেক, প্রতারক চক্র ব্যবহৃত একটি মাইক্রোবাস ও ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। 

আটক ব্যক্তিরা হলেন–দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর কৈকুরী গ্রামের আব্দুল কুদ্দুস (৩৮), নীলফামারী সদরের বেড়াডাঙ্গা গ্রামের মিশকাতুল ইসলাম (২৩), ঠাকুরগাঁও সদরের সালান্দর কচুবাড়ী গ্রামের রোকনুজ্জামান (৩০), একই উপজেলার শিংপাড়া গ্রামের পজিরুল ইসলাম (৪৩), একই উপজেলার জগন্নাথপুর গ্রামের সাইফুল ইসলাম রিপন (৩৫), জগন্নাথপুর গ্রামের মহসিন আলম (৩৫), রংপুরের মিঠাপুকুর উপজেলার হেলেঞ্জার সালটির হাটের নাহিদ ইউসুফ (১৮), একই উপজেলার সালটি পাড়ার শাহরিয়ার সরকার (১৮), রংপুর সদরের দক্ষিণ হরিদাতপুর গ্রামের মিস্টার রহমান (১৮), রংপুরের গঙ্গাচরা উপজেলার দশভাইপাড়ার মোহাইমেনুল (১৮), কুড়িগ্রামের উলিপুর উপজেলার রামধন গ্রামের মিজানুর রহমান (১৮), রংপুরের মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি গ্রামের রাজা মিয়া (১৮)।

পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, পুলিশের কনস্টেবল নিয়োগে জাল জালিয়াতির মাধ্যমে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার এই জালিয়াত চক্রটি বিস্তৃত অবস্থায় অবস্থান করে। গত ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রযুক্তির সহায়তায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনের নেতৃত্বে বিভিন্ন জেলা থেকে এই প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ। 

এ পর্যন্ত তিনটি মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত