Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘন: নৌকার প্রার্থী ইকবালুর রহিমকে শোকজ 

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ২০: ২৩
আচরণবিধি লঙ্ঘন: নৌকার প্রার্থী ইকবালুর রহিমকে শোকজ 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দিনাজপুর-৩ (সদর উপজেলা) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হুইপ ইকবালুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ বুধবার তাঁর নির্বাচনী এলাকার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাদেকীন হাবীব বাপ্পী স্বাক্ষরিত চিঠিতে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে ২৩ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারণ দর্শানো নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

চিঠিতে বলা হয়, ইকবালুর রহিম ১৯ ডিসেম্বর অপরাহ্নে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে নির্বাচনী সভা করেন। সেখানে দলীয় সমর্থকেরা প্রার্থীর ছবি ও দলীয় প্রতীকসংবলিত টি-শার্ট পরে শোভাযাত্রা করেন। যেটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ১০(ঙ)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টারে দলীয় প্রধানের সঙ্গে প্রার্থীর ছবি ব্যবহার করা হয়েছে। যেটি কোনো অনুষ্ঠানে তোলা মর্মে কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। এই বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৭(৫)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর দিনাজপুরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন ইকবালুর রহিমের পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত সংসদ সদস্য এম আব্দুর রহিম। দিবসটি উপলক্ষে ১৯ ডিসেম্বর শহরের গোর-এ-শহীদ ময়দানে মুক্তিযোদ্ধা ও জনতার অংশগ্রহণে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ উপস্থিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত