Ajker Patrika

নিখোঁজের ২ ঘণ্টা পর হাত-পা-মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্র উদ্ধার

গাইবান্ধা ও ফুলছড়ি প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০৫
নিখোঁজের ২ ঘণ্টা পর হাত-পা-মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্র উদ্ধার

গাইবান্ধার ফুলছড়িতে নিখোঁজের দুই ঘণ্টা পর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রকে উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার রাতে উপজেলার কালাসোনা গ্রামে এ ঘটনা ঘটে। স্কুলছাত্র গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

স্কুলছাত্র স্থানীয়দের মাধ্যমে উদ্ধার হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া। 

উদ্ধার হওয়া স্কুলছাত্র ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বাজে তেলকুপি এলাকার মঞ্জু মিয়ার ছেলে আকাশ (১১)। সে স্থানীয় চরকৃষ্ণমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। 

এদিকে আকাশের পরিবারের দাবি, প্রতিপক্ষরা শত্রুতাবশত আকাশকে হত্যার উদ্দেশ্যে হাত, পা ও মুখ বেঁধে রাখে। 

উদ্ধার হওয়া স্কুলছাত্রের চাচা মিলন মিয়া বলেন, ‘ভাতিজা আকাশ বুধবার মাগরিবের আজান হওয়ার সময় নিখোঁজ হয়। এর দুই ঘণ্টাপর চর কালাসোনার গ্রামে বালুচর থেকে তার হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় চৌকিদার ও স্থানীয়রা উদ্ধার করে আমাদের খবর দেয়। আমরা তাকে নিয়ে কালিরবাজার থানায় যাই। থানা-পুলিশ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠায়। আমরা এখন গাইবান্ধা হাসপাতালে আছি।’ 

ওসি রাজিফুজ্জামান বসুনিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে ওই এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উদ্ধার হওয়া স্কুলছাত্র হামলায় নিহত ব্যক্তির নাতি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব কারণে তার হাত, পা ও মুখ বাঁধার ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত