Ajker Patrika

সিগারেট কেনা নিয়ে বিতণ্ডা, ছাত্রদল নেতার ছুরিকাঘাতে বিএনপি–জামায়াতের ৬ নেতা-কর্মী আহত

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১২: ২৪
ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত
ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা–কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গোবিন্দগঞ্জ পৌর জাসাসের আহ্বায়ক রাশেদ নিজাম রুমেল (৪০), পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া (৪৫) ও পৌর যুব জামায়াতের বায়তুল মালের দায়িত্বে থাকা ফুল মিয়া (৩৫)। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমাথা মোড়ে জামায়াতকর্মী ফুল মিয়ার দোকানে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট কিনতে যান মারুফ হাসান। সিগারেট না পেয়ে ফুল মিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন মারুফ। পরে আরও লোকজন নিয়ে ফুল মিয়ার ওপর ধারালো ছুরি দিয়ে আক্রমণ চালাতে যান মারুফ। এ সময় পাশে থাকা কয়েকজন বিএনপির নেতা-কর্মী এগিয়ে আসলে তাদের ওপরও আক্রমণ চালানো হয়। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হন।

ঘটনার প্রতিবাদে গতকাল রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেন জামায়াত ও জাসাস নেতা–কর্মীরা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দোকানে সিগারেট চেয়ে না পাওয়ায় মারুফ হাসান নামে এক যুবক ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে দোকান মালিকসহ বিএনপি ও জামায়াতের ছয়জন আহত হন। ঘটনাস্থল থেকে অভিযুক্ত মারুফ হাসানকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত