রংপুর প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের চাপায় নিহতের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। নিহত সবার বাড়ি তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া, ভবানীগঞ্জ ও পাতিলভাঙ্গা গ্রামে।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছেড়া এলাকায় অ্যাম্বুলেন্স-ইজিবাইক-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। তারাগঞ্জ হাট শেষে নিহতরা ইজিবাইকযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ ঘটনার পর মহাসড়কের দুই ধারে ৩০ মিনিট শত শত যানবাহন আটকা পড়ে।
নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন আলমপুর ইউনিয়নের পাতিলভাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), শেরমস্ত ভবানীগঞ্জ গ্রামের শহির উদ্দিন, শেরমস্ত বালাপাড়া গ্রামের হাবিবুল্লাহ (৪৫), আজানুর রহমান (৩৬)। আহত একজনের নাম কোনা মিয়া। তাঁর বাড়িও শেরমস্ত গ্রামে।
আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি তাঁর ইউনিয়নের পাশাপাশি তিনটি গ্রামে। নিহতরা সবাই দিনমজুর-কৃষক। সোমবার সাপ্তাহিক হাটে তাঁরা কেউ বাজার করতে, কেউ হাটে দিনমজুরির কাজে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও দুজন। তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে পথে আরও একজন মারা যান।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে তাঁরা উদ্ধার কার্যক্রম চালান। অ্যাম্বুলেন্সর চালক অ্যাম্বুলেন্স রেখে এবং ট্রাকসহ ট্রাকের চালক পালিয়েছেন। রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, ‘একটি সড়ক দুর্ঘটনা পরিবারকে নিঃস্ব করে দেয়। আজকের সড়ক দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মাহত। নিহতদের পরিচয় শনাক্তের পর জেলা প্রশাসকের তহবিল থেকে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।’
রংপুরের তারাগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের চাপায় নিহতের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। নিহত সবার বাড়ি তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া, ভবানীগঞ্জ ও পাতিলভাঙ্গা গ্রামে।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছেড়া এলাকায় অ্যাম্বুলেন্স-ইজিবাইক-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। তারাগঞ্জ হাট শেষে নিহতরা ইজিবাইকযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ ঘটনার পর মহাসড়কের দুই ধারে ৩০ মিনিট শত শত যানবাহন আটকা পড়ে।
নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন আলমপুর ইউনিয়নের পাতিলভাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), শেরমস্ত ভবানীগঞ্জ গ্রামের শহির উদ্দিন, শেরমস্ত বালাপাড়া গ্রামের হাবিবুল্লাহ (৪৫), আজানুর রহমান (৩৬)। আহত একজনের নাম কোনা মিয়া। তাঁর বাড়িও শেরমস্ত গ্রামে।
আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি তাঁর ইউনিয়নের পাশাপাশি তিনটি গ্রামে। নিহতরা সবাই দিনমজুর-কৃষক। সোমবার সাপ্তাহিক হাটে তাঁরা কেউ বাজার করতে, কেউ হাটে দিনমজুরির কাজে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও দুজন। তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে পথে আরও একজন মারা যান।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে তাঁরা উদ্ধার কার্যক্রম চালান। অ্যাম্বুলেন্সর চালক অ্যাম্বুলেন্স রেখে এবং ট্রাকসহ ট্রাকের চালক পালিয়েছেন। রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, ‘একটি সড়ক দুর্ঘটনা পরিবারকে নিঃস্ব করে দেয়। আজকের সড়ক দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মাহত। নিহতদের পরিচয় শনাক্তের পর জেলা প্রশাসকের তহবিল থেকে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।’
লক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
৩ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
১৬ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
১৮ মিনিট আগেপিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে ডাকাত অভিযোগে মো. আলী হোসেন নামের এক যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। আজ সোমবার ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান
৪১ মিনিট আগে