রংপুর প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের চাপায় নিহতের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। নিহত সবার বাড়ি তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া, ভবানীগঞ্জ ও পাতিলভাঙ্গা গ্রামে।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছেড়া এলাকায় অ্যাম্বুলেন্স-ইজিবাইক-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। তারাগঞ্জ হাট শেষে নিহতরা ইজিবাইকযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ ঘটনার পর মহাসড়কের দুই ধারে ৩০ মিনিট শত শত যানবাহন আটকা পড়ে।
নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন আলমপুর ইউনিয়নের পাতিলভাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), শেরমস্ত ভবানীগঞ্জ গ্রামের শহির উদ্দিন, শেরমস্ত বালাপাড়া গ্রামের হাবিবুল্লাহ (৪৫), আজানুর রহমান (৩৬)। আহত একজনের নাম কোনা মিয়া। তাঁর বাড়িও শেরমস্ত গ্রামে।
আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি তাঁর ইউনিয়নের পাশাপাশি তিনটি গ্রামে। নিহতরা সবাই দিনমজুর-কৃষক। সোমবার সাপ্তাহিক হাটে তাঁরা কেউ বাজার করতে, কেউ হাটে দিনমজুরির কাজে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও দুজন। তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে পথে আরও একজন মারা যান।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে তাঁরা উদ্ধার কার্যক্রম চালান। অ্যাম্বুলেন্সর চালক অ্যাম্বুলেন্স রেখে এবং ট্রাকসহ ট্রাকের চালক পালিয়েছেন। রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, ‘একটি সড়ক দুর্ঘটনা পরিবারকে নিঃস্ব করে দেয়। আজকের সড়ক দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মাহত। নিহতদের পরিচয় শনাক্তের পর জেলা প্রশাসকের তহবিল থেকে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।’
রংপুরের তারাগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের চাপায় নিহতের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। নিহত সবার বাড়ি তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া, ভবানীগঞ্জ ও পাতিলভাঙ্গা গ্রামে।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছেড়া এলাকায় অ্যাম্বুলেন্স-ইজিবাইক-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। তারাগঞ্জ হাট শেষে নিহতরা ইজিবাইকযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ ঘটনার পর মহাসড়কের দুই ধারে ৩০ মিনিট শত শত যানবাহন আটকা পড়ে।
নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন আলমপুর ইউনিয়নের পাতিলভাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), শেরমস্ত ভবানীগঞ্জ গ্রামের শহির উদ্দিন, শেরমস্ত বালাপাড়া গ্রামের হাবিবুল্লাহ (৪৫), আজানুর রহমান (৩৬)। আহত একজনের নাম কোনা মিয়া। তাঁর বাড়িও শেরমস্ত গ্রামে।
আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি তাঁর ইউনিয়নের পাশাপাশি তিনটি গ্রামে। নিহতরা সবাই দিনমজুর-কৃষক। সোমবার সাপ্তাহিক হাটে তাঁরা কেউ বাজার করতে, কেউ হাটে দিনমজুরির কাজে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও দুজন। তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে পথে আরও একজন মারা যান।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে তাঁরা উদ্ধার কার্যক্রম চালান। অ্যাম্বুলেন্সর চালক অ্যাম্বুলেন্স রেখে এবং ট্রাকসহ ট্রাকের চালক পালিয়েছেন। রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, ‘একটি সড়ক দুর্ঘটনা পরিবারকে নিঃস্ব করে দেয়। আজকের সড়ক দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মাহত। নিহতদের পরিচয় শনাক্তের পর জেলা প্রশাসকের তহবিল থেকে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।’
চট্টগ্রাম নগরের কোতোয়ালিতে একটি বহুতল ভবনের ৯তলা থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শ্রমিক গুরুতর আহত হন। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কোতোয়ালি থানার আদালত এলাকাসংলগ্ন সড়কের পাশের রঙ্গম কনভেনশন হল ভবনে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ শুক্রবার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি করেন। এই মামলায় কোটালীপাড়া পুলিশ উপজেলার বিভিন্ন...
২৩ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়ায় বড় ভাই বনি আমীনের পিটুনিতে মাদকাসক্ত ছোট ভাই নূরুল আমীন (১৯) প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। আজ শুক্রবার দুপুরে ঘর থেকে নূরুলের লাশ উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগেসুনামগঞ্জের মধ্যনগরে খাল পার হতে গিয়ে এক মা ও তাঁর শিশুকন্যা ভেসে গেছে। পুলিশ আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গলহা গ্রামের একটি খাল থেকে দুজনের লাশ উদ্ধার করে। মারা যাওয়া দুজন হলো বিলকিছ আক্তার ও তাঁর মেয়ে বিথি (২)। তাদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্লভপুর গ্রামে।
১ ঘণ্টা আগে