রংপুর প্রতিনিধি
রংপুরে দ্বিতীয় দিনের মত রংপুর থেকে ঢাকাগামী বাস ও কোচ চলাচল করেনি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি কাজে ঢাকা যাওয়ার জন্য যাত্রীরা বাসস্ট্যান্ডে এসেও ফিরে যেতে হয়েছে। দুই দিনেও ধর্মঘট প্রত্যাহারের কার্যত কোনো উদ্যোগ চোখে পড়েনি। শুধু তাই নয়, কবে এ ধর্মঘট প্রত্যাহার হবে তা বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউই। এ পরিস্থিতির সুযোগ নিচ্ছেন মাইক্রোবাস চালকেরা।
জানা যায়, বেতন-ভাতা ও খোরাকি বৃদ্ধি, নিয়োগপত্র প্রদান, হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে শ্রমিকেরা এই কর্মবিরতি পালন করছেন।
আজ বুধবার সরেজমিনে রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে দেখা যায়, অর্ধশত বাস স্ট্যান্ডে পড়ে আছে। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। দু-একটি কাউন্টার খোলা থাকলেও বন্ধ রয়েছে বেশির ভাগ কাউন্টার। শ্রমিকেরা অলস সময় পার করছেন। নিজেদের মধ্যে খোশগল্প করছেন। ঢাকা কোচ স্ট্যান্ডে শ্রমিকেরা বলছে, গতকাল মঙ্গলবার ঢাকায় শ্রমিক নেতাদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু বৈঠক হয়নি। সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁরা কাজে ফিরবেন না।
এদিকে দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী বাস না চলায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বুধবারও কাউন্টারে এসে ফিরে যেতে হয়েছে অনেক যাত্রীকে।
সামিনা খাতুন নামে একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ধর্মঘটের নামে এরা ফাজলামি শুরু করছে। দুই দিন ধরে বাসের জন্য স্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছি। এভাবে চলতে পারে না। এসব দেখার কেউ নাই।’
আফতাব আহমেদ নামে এক চাকরি প্রত্যাশী ছাত্র বলেন, ‘শুক্রবার ঢাকায় চাকরির পরীক্ষা আছে। ঢাকা যেতে না পারলে পরীক্ষাটা দিতে পারব না। ট্রেনেরও টিকিট পাচ্ছি না।’
অপরদিকে দেখা যায় বাস বন্ধ থাকার এই সুযোগ নিচ্ছেন মাইক্রোবাস ড্রাইভারেরা। জনপ্রতি ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত ভাড়া দাবি করছেন তাঁরা। অনেকে উপায় না পেয়ে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই চলাচল করছেন।
আমিনুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘ঢাকায় চাকরি করি। দুই দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম। বাস বন্ধ থাকায় ১৪০০ টাকা দিয়ে মাইক্রোবাসের যাচ্ছি। ফিরতে তো হবে, কিছুই করার নাই!’
এ বিষয়ে কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের উপকমিটির সাধারণ সম্পাদক মিঠু মিয়া বলেন, ‘আমি ধর্মঘট ডাক দেই নাই। মালিকেরা কী কারণে পরিবহনগুলো বন্ধ রেখেছে, সেটি আমরা জানি না। আমরা শুনছি আজ বৈঠক হবে। তাও ঠিকমতো জানি না।’
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, ‘মালিক পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আমরা বাস বন্ধ করি নাই। একদিন বাস বন্ধ করলে আমাদের শ্রমিকদের কষ্ট হয়, আমরা কেন বাস বন্ধ করতে যাব। বাস বন্ধ করার কোনো ইস্যু নেই।’
এ বিষয়ে এর আগে রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপন বলেন, ‘এই ধর্মঘটের সঙ্গে মালিক সমিতির কোনো সম্পর্ক নেই। এই গাড়িগুলো বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের আওতায়। তারাই বিষয়টি দেখতেছে।’
এমন পরিস্থিতির বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ঢাকায় কথা বলেছি। শ্রমিকেরা বলছে তাঁরা ধর্মঘট করেনি। আবার মালিকপক্ষও বলছে তাঁরা বাস বন্ধ করেনি। বিষয়টি নিয়ে কথা হচ্ছে, দ্রুত সমাধান হবে।’
রংপুরে দ্বিতীয় দিনের মত রংপুর থেকে ঢাকাগামী বাস ও কোচ চলাচল করেনি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি কাজে ঢাকা যাওয়ার জন্য যাত্রীরা বাসস্ট্যান্ডে এসেও ফিরে যেতে হয়েছে। দুই দিনেও ধর্মঘট প্রত্যাহারের কার্যত কোনো উদ্যোগ চোখে পড়েনি। শুধু তাই নয়, কবে এ ধর্মঘট প্রত্যাহার হবে তা বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউই। এ পরিস্থিতির সুযোগ নিচ্ছেন মাইক্রোবাস চালকেরা।
জানা যায়, বেতন-ভাতা ও খোরাকি বৃদ্ধি, নিয়োগপত্র প্রদান, হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে শ্রমিকেরা এই কর্মবিরতি পালন করছেন।
আজ বুধবার সরেজমিনে রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে দেখা যায়, অর্ধশত বাস স্ট্যান্ডে পড়ে আছে। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। দু-একটি কাউন্টার খোলা থাকলেও বন্ধ রয়েছে বেশির ভাগ কাউন্টার। শ্রমিকেরা অলস সময় পার করছেন। নিজেদের মধ্যে খোশগল্প করছেন। ঢাকা কোচ স্ট্যান্ডে শ্রমিকেরা বলছে, গতকাল মঙ্গলবার ঢাকায় শ্রমিক নেতাদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু বৈঠক হয়নি। সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁরা কাজে ফিরবেন না।
এদিকে দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী বাস না চলায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বুধবারও কাউন্টারে এসে ফিরে যেতে হয়েছে অনেক যাত্রীকে।
সামিনা খাতুন নামে একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ধর্মঘটের নামে এরা ফাজলামি শুরু করছে। দুই দিন ধরে বাসের জন্য স্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছি। এভাবে চলতে পারে না। এসব দেখার কেউ নাই।’
আফতাব আহমেদ নামে এক চাকরি প্রত্যাশী ছাত্র বলেন, ‘শুক্রবার ঢাকায় চাকরির পরীক্ষা আছে। ঢাকা যেতে না পারলে পরীক্ষাটা দিতে পারব না। ট্রেনেরও টিকিট পাচ্ছি না।’
অপরদিকে দেখা যায় বাস বন্ধ থাকার এই সুযোগ নিচ্ছেন মাইক্রোবাস ড্রাইভারেরা। জনপ্রতি ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত ভাড়া দাবি করছেন তাঁরা। অনেকে উপায় না পেয়ে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই চলাচল করছেন।
আমিনুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘ঢাকায় চাকরি করি। দুই দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম। বাস বন্ধ থাকায় ১৪০০ টাকা দিয়ে মাইক্রোবাসের যাচ্ছি। ফিরতে তো হবে, কিছুই করার নাই!’
এ বিষয়ে কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের উপকমিটির সাধারণ সম্পাদক মিঠু মিয়া বলেন, ‘আমি ধর্মঘট ডাক দেই নাই। মালিকেরা কী কারণে পরিবহনগুলো বন্ধ রেখেছে, সেটি আমরা জানি না। আমরা শুনছি আজ বৈঠক হবে। তাও ঠিকমতো জানি না।’
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, ‘মালিক পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আমরা বাস বন্ধ করি নাই। একদিন বাস বন্ধ করলে আমাদের শ্রমিকদের কষ্ট হয়, আমরা কেন বাস বন্ধ করতে যাব। বাস বন্ধ করার কোনো ইস্যু নেই।’
এ বিষয়ে এর আগে রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপন বলেন, ‘এই ধর্মঘটের সঙ্গে মালিক সমিতির কোনো সম্পর্ক নেই। এই গাড়িগুলো বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের আওতায়। তারাই বিষয়টি দেখতেছে।’
এমন পরিস্থিতির বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ঢাকায় কথা বলেছি। শ্রমিকেরা বলছে তাঁরা ধর্মঘট করেনি। আবার মালিকপক্ষও বলছে তাঁরা বাস বন্ধ করেনি। বিষয়টি নিয়ে কথা হচ্ছে, দ্রুত সমাধান হবে।’
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিট হরাইজন নামের একটি তৈরি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক এই মহাসড়ক অবরোধ করেন।
৬ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজারসংলগ্ন জুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।
২১ মিনিট আগেমাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।
২৩ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে অটোরিকশা ছিনিয়ে নেওয়া দুর্বৃত্তদের কোপে আহত চালক আবু হানিফ (৪৫) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। হানিফ সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়ার শামসুল হক খানের ছেলে। ৫ এপ্রিল রাতে যাত্রীবেশে অটোরিকশায় ওঠা তিন ব্যক্তি হানিফকে কুপিয়ে তাঁর রিকশাটি নিয়ে...
৩১ মিনিট আগে