Ajker Patrika

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি, জুয়া খেলায় হেরে যাওয়ায় আত্মহত্যা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২৪, ১৩: ৪৪
Thumbnail image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রাজিউর রহমান রাজু (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের স্ত্রী ও পরিবারের দাবি, জুয়ায় টাকা হেরে যাওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। 

গতকাল শনিবার রাতে তাঁর শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইছড়ি গ্রামের পারলত আলীর ছেলে। 

রাজুর স্ত্রী মরজিনা বেগম বলেন, ‘গেল ছয় মাস ধরে অনলাইনে জুয়ায় আসক্ত রাজু। শনিবার দিনভর বাড়িতে ঘরে একা অনলাইনে জুয়া খেলছিল সে। ৭০ হাজার টাকাও ছিল তার কাছে। স্থানীয় বাজার থেকে মোবাইল ব্যাংকিংয়ে ব্যালেন্স ভরে ঘরেই ক্যাসিনো খেলছিল। তবে কোন সময় গলায় ফাঁস দিয়েছে পরিবারের কেউ দেখেনি। দীর্ঘ সময় ঘর থেকে বের না হওয়ায় সন্ধ্যায় ডাকাডাকি করি। ভেতর থেকে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ পাই।’ 

শনিবার রাতে রাজুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে বালিয়াডাঙ্গী থানা-পুলিশ। তবে রাজুর মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই বলে পুলিশকে জানিয়েছে রাজু বাবা, স্ত্রী ও স্বজনেরা। 

রাজুর বাবা পারলত আলী বলেন, ‘ছেলে অনলাইনে জুয়া খেলে সব পুঁজি শেষ করেছে। কিছু ধার-দেনা করেছিল, জমি বিক্রি করে শোধ করে দিয়েছি। শুনলাম অনেকগুলো টাকা হেরেছে শনিবার সারা দিনে। বাজার খরচের টাকা ছিল না। আমি সারা দিন বাড়িতেই ছিলাম, বললে কত টাকা লাগে আমি দিতাম, কিন্তু দুটো সন্তান ও স্ত্রীকে রেখে সে গলায় ফাঁস দিল।’ 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত