রংপুর প্রতিনিধি
স্ত্রীকে নিয়ে ভ্যান চালিয়ে রংপুর আদালতে আসেন আনারুল ইসলাম। রোদ-বৃষ্টিতে পুড়ে হাঁড়ভাঙা শ্রমের টাকায় কেনা জমি উদ্ধারের মামলার শুনানিতে আসেন তিনি। স্বপ্নে বুক বেঁধে ছিলেন জমি ফিরে পাবেন তিনি। কিন্তু শুনানিতে অংশ নেওয়া হয়নি তাঁর। আদালতের নিচে রাখা জীবিকার একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে হাউমাউ করে কাঁদছেন তিনি।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জেলা দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে। আনারুল ইসলামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের কাশিমপুর সরকারপাড়া গ্রামে। চার সদস্যের সংসার তাঁর একার আয়ে চলে। রিকশাটি হারিয়ে তিনি দিশাহারা হয়ে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, রিকশাটি খুঁজে না পেয়ে ভেঙে পড়েন আনারুল। স্ত্রীর চোখে তখন বিস্ময়, আতঙ্ক আর অসহায়ত্বের ছাপ। আনারুল মিয়া তখন হাউমাউ করে কাঁদছেন আদালত প্রাঙ্গণে। তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন কিছু মানুষ।
আনারুল বলেন, ‘সাত বছর আগোত অনেক কষ্ট করি ১১ শতক জমি কিনছি। তাক দখল করছে মিলন। গ্রাম বিচার দিয়া অনেক চেষ্টা করিও জমি উদ্ধার করির পাই নাই। হামাক মারধর করি হাসপাতালত পাঠাইছিল। ওই জন্যে গরু বেঁচে আদালতো মামলা সাজাছি। আজ শুনানি কিন্তু তিনতলাত উঠি দেখি হামার ভ্যানখান নাই। শুনানিত আর যাবার পাই নাই। ৮০ হাজার টাকা দিয়া এনজিও থাকি ঋণ নিয়া ভ্যান কিনছি। আদালতোত মোর ভ্যান চুরি হইল, এখন খামো কী, কিস্তি দিমো কী দিয়া।’
আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়া আনারুলের স্ত্রী আরেফা বেগম বলেন, ‘ভ্যানটা নিচে থুইয়া তিনতলায় গেছি। ১৫-২০ মিনিট পর দেখি ভ্যান নাই। ওই ভ্যানখানে হামার সম্বল। যেকোনো প্রকারে হামাক ভ্যানখান বের করি দেন। ভ্যান না পাইলে কী করি খামো।’
আনারুল ইসলাম জানান, সহায় সম্বল বলতে বসতভিটা ও ১৩ শতক আবাদি জমি তাঁর। বড় মেয়েকে বিয়ে দেওয়ার সময় ১৩ শতক জমি বন্ধক দেন তিনি। ২০ বছর ধরে রিকশা চালিয়ে সংসার চালান। অনেক কষ্টে ২০১৯ সালে একই এলাকার আফাজ, দুলাল ও আপজালের কাছে বাড়ির পাশে ১১ শতক জমি কিনেন তিনি। কিন্তু সেই জমি দখল করে নেন মিলন নামের এক ব্যক্তি। স্থানীয়ভাবে অনেক চেষ্টা করেও তিনি জমি উদ্ধার করতে না পারায় আদালতে মামলা করেন। সেই মামলার শুনানি ছিল আজ। সকাল ৯টায় স্ত্রীকে ভ্যানে বসিয়ে নিজে ভ্যান চালিয়ে আদালতে আসেন তিনি। নিচে রিকশাটি রেখে তৃতীয় তলায় ওঠেন। ওপর থেকে কিছুক্ষণ পর দেখেন নিচে রাখা ভ্যানটি নেই।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, আদালত চত্বর থেকে ভ্যান চুরির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ভ্যান উদ্ধারে কাজ চলছে।
স্ত্রীকে নিয়ে ভ্যান চালিয়ে রংপুর আদালতে আসেন আনারুল ইসলাম। রোদ-বৃষ্টিতে পুড়ে হাঁড়ভাঙা শ্রমের টাকায় কেনা জমি উদ্ধারের মামলার শুনানিতে আসেন তিনি। স্বপ্নে বুক বেঁধে ছিলেন জমি ফিরে পাবেন তিনি। কিন্তু শুনানিতে অংশ নেওয়া হয়নি তাঁর। আদালতের নিচে রাখা জীবিকার একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে হাউমাউ করে কাঁদছেন তিনি।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জেলা দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে। আনারুল ইসলামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের কাশিমপুর সরকারপাড়া গ্রামে। চার সদস্যের সংসার তাঁর একার আয়ে চলে। রিকশাটি হারিয়ে তিনি দিশাহারা হয়ে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, রিকশাটি খুঁজে না পেয়ে ভেঙে পড়েন আনারুল। স্ত্রীর চোখে তখন বিস্ময়, আতঙ্ক আর অসহায়ত্বের ছাপ। আনারুল মিয়া তখন হাউমাউ করে কাঁদছেন আদালত প্রাঙ্গণে। তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন কিছু মানুষ।
আনারুল বলেন, ‘সাত বছর আগোত অনেক কষ্ট করি ১১ শতক জমি কিনছি। তাক দখল করছে মিলন। গ্রাম বিচার দিয়া অনেক চেষ্টা করিও জমি উদ্ধার করির পাই নাই। হামাক মারধর করি হাসপাতালত পাঠাইছিল। ওই জন্যে গরু বেঁচে আদালতো মামলা সাজাছি। আজ শুনানি কিন্তু তিনতলাত উঠি দেখি হামার ভ্যানখান নাই। শুনানিত আর যাবার পাই নাই। ৮০ হাজার টাকা দিয়া এনজিও থাকি ঋণ নিয়া ভ্যান কিনছি। আদালতোত মোর ভ্যান চুরি হইল, এখন খামো কী, কিস্তি দিমো কী দিয়া।’
আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়া আনারুলের স্ত্রী আরেফা বেগম বলেন, ‘ভ্যানটা নিচে থুইয়া তিনতলায় গেছি। ১৫-২০ মিনিট পর দেখি ভ্যান নাই। ওই ভ্যানখানে হামার সম্বল। যেকোনো প্রকারে হামাক ভ্যানখান বের করি দেন। ভ্যান না পাইলে কী করি খামো।’
আনারুল ইসলাম জানান, সহায় সম্বল বলতে বসতভিটা ও ১৩ শতক আবাদি জমি তাঁর। বড় মেয়েকে বিয়ে দেওয়ার সময় ১৩ শতক জমি বন্ধক দেন তিনি। ২০ বছর ধরে রিকশা চালিয়ে সংসার চালান। অনেক কষ্টে ২০১৯ সালে একই এলাকার আফাজ, দুলাল ও আপজালের কাছে বাড়ির পাশে ১১ শতক জমি কিনেন তিনি। কিন্তু সেই জমি দখল করে নেন মিলন নামের এক ব্যক্তি। স্থানীয়ভাবে অনেক চেষ্টা করেও তিনি জমি উদ্ধার করতে না পারায় আদালতে মামলা করেন। সেই মামলার শুনানি ছিল আজ। সকাল ৯টায় স্ত্রীকে ভ্যানে বসিয়ে নিজে ভ্যান চালিয়ে আদালতে আসেন তিনি। নিচে রিকশাটি রেখে তৃতীয় তলায় ওঠেন। ওপর থেকে কিছুক্ষণ পর দেখেন নিচে রাখা ভ্যানটি নেই।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, আদালত চত্বর থেকে ভ্যান চুরির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ভ্যান উদ্ধারে কাজ চলছে।
সিরাজগঞ্জের আলোচিত পূর্ণিমা রানী ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইয়াসিন আলী (৬০) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। ইয়াসিন উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের বাসিন্দা।
৫ মিনিট আগেঝালকাঠির রাজাপুরে খালে ভাসছিল অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গুড়াভাঙ্গা এলাকার বিষখালী নদীর পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেগাইবান্ধায় সাবেক সংসদ সদস্য (এমপি) মাহবুব আরা বেগম গিনিসহ ৮৫ জনের নামে থানায় মামলায় করা হয়েছে। আজ বহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মো. বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৮৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
২৪ মিনিট আগেভোলার চরফ্যাশনে মোটরসাইকেল থেকে পড়ে রুহুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ইফতেখার।
৩৪ মিনিট আগে