Ajker Patrika

এবার ডিসি, ইউএনও, এসি ল্যান্ডের শাস্তি এবং ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

শালমারা নদী সুরক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন। ছবি: সংগৃহীত
শালমারা নদী সুরক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন। ছবি: সংগৃহীত

রিভারাইন পিপলের শালমারা নদী সুরক্ষা কমিটির আয়োজনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের তাবোয়ার ঘাটে আজ সকাল ১০টায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে শালমারা নদী ইজারা দেওয়ার সঙ্গে জড়িত ডিসি, ইউএনও, এসি ল্যান্ডের শাস্তি এবং ইজারা বাতিলের দাবি করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শালমারা নদী সুরক্ষা কমিটির সভাপতি শাহ জালাল। বক্তৃতা দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শালমারা নদী সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক রাঙা মিয়া, নদী সংগঠক আতিকুর রহমান, রফিক মিয়া, মজিবর রহমান, আজিজার রহমান, মাহফুজার রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাবের আহ্বায়ক ছাওমুন পাটোয়ারি সুপ্ত প্রমুখ।

অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, ‘প্রবহমান নদী শালমারা ইজারা দেওয়া সংবিধান, আইন এমনকি উচ্চ আদালতের রায়ের লঙ্ঘন। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। শালমারা তিন নামে তিন স্থানে অবৈধভাবে মোট প্রায় ৫১ একর ইজারা দেওয়া হয়েছে। এই ইজারাও বাতিল করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত