Ajker Patrika

সুন্দরগঞ্জে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল চালকের

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ২৭
Thumbnail image

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ইন্দ্রাড়পাড় কালীমন্দির এলাকার সুন্দরগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চালকের নাম মো. মিঠু মিয়া (৪২)। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কিশামত মালীবাড়ী ধর্মপুর মাস্টারপাড়া গ্রামের সাহেব উদ্দীনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা পৌর শহরে ব্রিজ রোড থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে লক্ষ্মীপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে লক্ষ্মীপুর বাজারে যাওয়া অটোরিকশার চালক ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে গুরুতর আহত হন অটোরিকশায় থাকা এক নারী যাত্রী। তাঁর পরিচয় জানা যায়নি। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ এখনো ঘটনাস্থলেই রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত