Ajker Patrika

সড়কের পাশে মিলল নবজাতকের মরদেহ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১০: ২৭
সড়কের পাশে মিলল নবজাতকের মরদেহ

রংপুরের গঙ্গাচড়ার সরকারি ডিগ্রি কলেজ মসজিদের সামনে পাকা সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে কেউ নবজাতকের মরদেহ পলিথিন ব্যাগে মুড়িয়ে গঙ্গাচড়ার সরকারি ডিগ্রি কলেজ মসজিদের সামনে ফেলে দিয়ে যায়। এ সময় স্থানীয় এক নারী তাঁর ছেলের জন্য মাদ্রাসায় রাতের খাবার নিয়ে যাওয়ার পথে পলিথিনটি দেখতে পান। পরে ব্যাগটির মুখ খুললে এক নবজাতকের মরদেহ দেখতে পান তিনি। 

ওই নারী আশপাশের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী ঘটনাস্থলে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। নবজাতটির আনুমানিক বয়স পাঁচ থেকে ছয় মাস বলে ধারণা করছে স্থানীয়রা। 

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘খবরে পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত