রংপুর প্রতিনিধি
যৌতুকের টাকা না পেয়ে রংপুরে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননদের স্বামীসহ পাঁচজনকে আসামি করে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
মামলার বাদী রেজাউল করিমের মেয়ে রেজোয়ানা দিল আফরোজ (২২) শুক্রবার রাতে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রায় তিন বছর আগে রেজোয়ানা দিল আফরোজের বিয়ে হয় রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার সরেয়ারতল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রেজাউল করিমের সঙ্গে। বিয়ের সময় বরপক্ষকে ৫ লক্ষ টাকার উপহার দেওয়া হয়েছিল বলে পরিবারের দাবি।
বিয়ের পর থেকেই রেজোয়ানা নির্যাতনের শিকার হন। ৫ জুন যৌতুকের জন্য স্বামীসহ পরিবারের সদস্যরা মারধর ও নির্যাতন করেন। পরে ৮ জুন বিকেল ৩টার দিকে আসামিরা মিলিত হয়ে তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তীব্র দগ্ধ অবস্থায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা অভিযোগ করেছেন, যৌতুকের টাকা না দেওয়ায় জামাই তাঁর মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে। শ্বশুর-শাশুড়িরা আগুন নেভাতে না গিয়ে দরজা বন্ধ করে জানিয়ে দেয় মেয়েটি আত্মহত্যা করেছে।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ঘটনার পর স্বামী, ননদ ও ননদের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি নেওয়ার ক্ষেত্রে কিছু দেরি হলেও এখন তদন্ত চলছে।
নিহতের পরিবারের দাবি, রেজোয়ানার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তাঁরা হত্যাকারীদের কঠোর শাস্তি চান।
যৌতুকের টাকা না পেয়ে রংপুরে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননদের স্বামীসহ পাঁচজনকে আসামি করে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
মামলার বাদী রেজাউল করিমের মেয়ে রেজোয়ানা দিল আফরোজ (২২) শুক্রবার রাতে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রায় তিন বছর আগে রেজোয়ানা দিল আফরোজের বিয়ে হয় রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার সরেয়ারতল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রেজাউল করিমের সঙ্গে। বিয়ের সময় বরপক্ষকে ৫ লক্ষ টাকার উপহার দেওয়া হয়েছিল বলে পরিবারের দাবি।
বিয়ের পর থেকেই রেজোয়ানা নির্যাতনের শিকার হন। ৫ জুন যৌতুকের জন্য স্বামীসহ পরিবারের সদস্যরা মারধর ও নির্যাতন করেন। পরে ৮ জুন বিকেল ৩টার দিকে আসামিরা মিলিত হয়ে তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তীব্র দগ্ধ অবস্থায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা অভিযোগ করেছেন, যৌতুকের টাকা না দেওয়ায় জামাই তাঁর মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে। শ্বশুর-শাশুড়িরা আগুন নেভাতে না গিয়ে দরজা বন্ধ করে জানিয়ে দেয় মেয়েটি আত্মহত্যা করেছে।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ঘটনার পর স্বামী, ননদ ও ননদের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি নেওয়ার ক্ষেত্রে কিছু দেরি হলেও এখন তদন্ত চলছে।
নিহতের পরিবারের দাবি, রেজোয়ানার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তাঁরা হত্যাকারীদের কঠোর শাস্তি চান।
ভারতের শিলিগুড়িতে আটক এক তরুণীকে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়ার পাশাপাশি ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে এক নারী ও তাঁর তিন সন্তানকে এবং গভীর রাতে সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে আরও পাঁচ নারীকে পুশ ইন করা হয়।
৩ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিলু মিয়া (৪২) গজারিয়ার সুপরিচিত অহিদ মিষ্টান্ন ভান্ডারের মালিক অহিদ মিয়ার ছোট ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে কর
৫ মিনিট আগেবেগমগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৬৩ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
১২ মিনিট আগেস্থানীয়রা জানান, সোহেলের সঙ্গে আরও তিন যুবক ছিলেন। তাঁরা সবাই রাতে অবসরপ্রাপ্ত সেনাসদস্য লিয়াকত আলীর বাড়িতে গিয়ে বাল্যবিয়ে হচ্ছে বলে অভিযোগ তোলেন এবং তা ধামাচাপা দেওয়ার জন্য চাঁদা দাবি করেন। একপর্যায়ে ওই বাড়ির দুই নারীকে মারধর করেন এবং তাঁদের গলা থেকে দুটি সোনার চেইন ছিনিয়ে নেন।
১৯ মিনিট আগে