Ajker Patrika

গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

গাইবান্ধা প্রতিনিধি
ডা. মো. মাহবুব হোসেন। ছবি: সংগৃহীত
ডা. মো. মাহবুব হোসেন। ছবি: সংগৃহীত

আজকের পত্রিকায় অনিয়মের সংবাদ প্রকাশের পর গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাহবুব হোসেনকে ওএসডি করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক মো. ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৫ এপ্রিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

এ বিষয়ে রংপুর বিভাগের উপপরিচালক (স্বাস্থ্য) মো. ওয়াজেদ আলী বলেন, আজকের পত্রিকায় গাইবান্ধা জেনারেল হাসপাতালের ঠিকাদার ও তত্ত্বাবধায়কের মধ্যে বিপুল পরিমাণ ঘুষ লেনদেন ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি প্রকাশের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসে।

বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়কে তদন্তের নিদেশ দেন। সে মোতাবেক আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। আমি বিষয়টি তদন্ত করে মন্ত্রণালয়ে দাখিল করি। তদন্তের রিপোর্টের ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক মাহবুব হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে আদেশ জারি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত