Ajker Patrika

পেট্রলের আগুনে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৮: ৫৪
Thumbnail image

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোছা. রোখসানা বেগম হাসি (৩৫) নামে এক গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মো. খোরশেদ আলমের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বগুড়ার ফুড ভিলেজের সামনে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল বুধবার বিকেলে ওই গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাতেই রেফার করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গৃহবধূর স্বামী মো. খোরশেদ আলম উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বছর বিশেক আগে সংসার বাঁধেন খোরশেদ আলম ও রোখসানা বেগম। সংসারজীবন চলাকালে পরকীয়ায় জড়ান খোরশেদ আলম। বিষয়টি জানতে পান রোখসানা বেগম। মূলত এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সর্বশেষ গতকাল বিকেলে মজুমদার বাজারে খোরশেদ আলমের ফার্নিচারের দোকানে স্ত্রী রোখসানা বেগম এলে আবারও শুরু হয় বাগ্‌বিতণ্ডা। 

পরে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন স্বামী খোরশেদ আলম। গৃহবধূর চিৎকারে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। এতে ওই গৃহবধূর শরীর আগুনে ঝলসে যান। পরে গৃহবধূকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূর সন্তানেরা বলছে তাঁদের মা নিজেই শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। আর গৃহবধূর মা-বাবার দাবি তাঁর স্বামী পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত