Ajker Patrika

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। নগরীর প্রেসক্লাব এলাকায় আজ সোমবার দুপুরে এ বিক্ষোভ সমাবেশ হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) যৌথভাবে এ বিক্ষোভ করে। 

সমাবেশে বক্তারা বলেন, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশ অন্যায়ভাবে হামলা করেছে। পরিস্থিতি উত্তপ্ত বুঝতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত সম্পূর্ণ অগণতান্ত্রিক। অবিলম্বে এ ঘোষণা প্রত্যাহার করে হামলায় অংশগ্রহণকারীদের শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের রংপুর জেলা সভাপতি আবু সালেহ সিহাব, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) রংপুর মহানগরের আহ্বায়ক সাজু বাঁশফোড়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর যুগেশ ত্রিপুরা প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত